পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ে তরুণদের এগিয়ে রাখছে বামেরা

পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি স্তরে শরিকি ঐক্য নিশ্চিত করতে এখন থেকেই মাঠে নেমে পড়ল বামেরা। মঙ্গলবার বামফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ডিসেম্বরের মধ্যে জেলার প্রতিটি স্তরে বৈঠক করে প্রার্থী তালিকা ঠিক করতে হবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এলাকায় পরিচিত, স্বচ্ছ ভাবমূর্তির তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দিতে চায় বাম শিবির।

Updated By: Dec 4, 2012, 08:48 PM IST

পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি স্তরে শরিকি ঐক্য নিশ্চিত করতে এখন থেকেই মাঠে নেমে পড়ল বামেরা। মঙ্গলবার বামফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ডিসেম্বরের মধ্যে জেলার প্রতিটি স্তরে বৈঠক করে প্রার্থী তালিকা ঠিক করতে হবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এলাকায় পরিচিত, স্বচ্ছ ভাবমূর্তির তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দিতে চায় বাম শিবির।
পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনও স্থির হয়নি। কিন্তু, নির্বাচন এগিয়ে আসতে পারে ধরে নিয়েই এগোচ্ছে বামেরা। মঙ্গলবার বামফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, চলতি মাস থেকেই জোরকদমে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়বে তাঁরা। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এলাকায় পরিচিত, স্বচ্ছ ভাবমূর্তির তরুণ প্রজন্মকেই প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাম নেতারা।
 
ইতিমধ্যেই ২ টাকা কেজি চাল ও গমের দাবিতে রাজ্যের প্রতিটি বাড়িতে সই সংগ্রহের কাজ শুরু করেছে বামেরা। এই কর্মসূচিকে পঞ্চায়েত ভোটের প্রাথমিক প্রস্তুতি হিসেবেই দেখছে বাম শিবির।

.