মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম মিছিলে শরিকদের ভিড়, নেই 'জোট-বন্ধু' কংগ্রেস

মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল বামেরা। ধর্মতলার ওয়াই চ্যানেলে জমায়েত করে, সেখান থেকে শুরু হয়েছে মিছিল। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলি থেকে বহু বাম কর্মী সমর্থক মিছিলে যোগ দেন।  কেসি দাস মোড়, বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ ও বৌবাজার ক্রসিং হয়ে  মিছিল শেষ হয় কলেজ স্কোয়্যারে।  ১৪টি বামপন্থী দলের সঙ্গে বামফ্রন্টের তিনটি দল মিলে মোট ১৭টি রাজনৈতিক দলের ডাকা এই মিছিলে আমন্ত্রণ জানানো হয়নি কংগ্রেসকে। 

Updated By: Jul 11, 2016, 07:15 PM IST
মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম মিছিলে শরিকদের ভিড়, নেই 'জোট-বন্ধু' কংগ্রেস

ওয়েব ডেস্ক: মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল বামেরা। ধর্মতলার ওয়াই চ্যানেলে জমায়েত করে, সেখান থেকে শুরু হয়েছে মিছিল। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলি থেকে বহু বাম কর্মী সমর্থক মিছিলে যোগ দেন।  কেসি দাস মোড়, বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ ও বৌবাজার ক্রসিং হয়ে  মিছিল শেষ হয় কলেজ স্কোয়্যারে।  ১৪টি বামপন্থী দলের সঙ্গে বামফ্রন্টের তিনটি দল মিলে মোট ১৭টি রাজনৈতিক দলের ডাকা এই মিছিলে আমন্ত্রণ জানানো হয়নি কংগ্রেসকে। 

তবে মহামিছিলের জেরে সপ্তাহের প্রথম দিনেই অফিস ফেরত যাত্রীদের চরম সমস্যায় পড়তে হয়। 

.