তিন বিধানসভা কেন্দ্রে বাম প্রার্থীদের নাম ঘোষিত

রাজ্যে তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট। নলহাটি কেন্দ্রে প্রার্থী হচ্ছেন ফরওয়ার্ড ব্লকের দীপক চ্যাটার্জি। ইংরেজবাজারে প্রার্থী সিপিআইএমের কৌশিক মিশ্র। রেজিনগরে আরএসপির সিরাজুল ইসলাম মণ্ডলকে প্রার্থী  করছে বামফ্রন্ট।

Updated By: Jan 21, 2013, 07:34 PM IST

ন্যূনতম তিন দফায় রাজ্যে পঞ্চায়েত ভোট করানোর দাবি তুলল বামফ্রন্ট।  রাজ্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কোনওভাবেই একদফায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। অন্যদিকে, সোমবারই রাজ্যে তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীর
নাম ঘোষণা করল বামফ্রন্ট।
নলহাটি কেন্দ্রে প্রার্থী হচ্ছেন ফরওয়ার্ড ব্লকের
দীপক চ্যাটার্জি। ইংরেজবাজারে প্রার্থী সিপিআইএমের কৌশিক মিশ্র। রেজিনগরে
আরএসপির সিরাজুল ইসলাম মণ্ডলকে প্রার্থী  করছে বামফ্রন্ট।
রাজ্যে পঞ্চায়েত ভোট হোক একদিনেই। এমনই দাবি নিয়ে নির্বাচন কমিশনের ওপর লাগাতার চাপ দিয়ে চলেছে রাজ্য সরকার। যদিও, একদফায় পঞ্চায়েত ভোট করানো আদৌ সম্ভব কিনা, তা নিয়ে সংশয়ে কমিশনই।  বামফ্রন্ট মনে করে রাজ্যের বর্তমান পরিস্থিতিতে একদফায় না, পঞ্চায়েত ভোট হওয়া উচিত ন্যূনতম তিনদফায়।
পঞ্চায়েত ভোট এগিয়ে আনা নিয়েও একাধিকবার সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষাপর্ব শেষ হচ্ছে এপ্রিলে। এই পরিস্থিতিতে ভোট এগিয়ে আনার দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বামফ্রন্ট চেয়ারম্যান।
সোমবারই রাজ্যে তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট। নলহাটি কেন্দ্রে প্রার্থী হচ্ছেন ফরওয়ার্ড ব্লকের দীপক চ্যাটার্জি। ইংরেজবাজারে প্রার্থী সিপিআইএমের কৌশিক মিশ্র। রেজিনগরে আরএসপির সিরাজুল ইসলাম মণ্ডলকে প্রার্থী  করছে বামফ্রন্ট।

.