জলসঙ্কট নিয়ে পুরসভার অধিবেশনে মুলতুবি প্রস্তাব বামেদের
জলসঙ্কট নিয়ে পুরসভার অধিবেশনে মুলতুবি প্রস্তাব আনলেন বামেরা। প্রচণ্ড গরমে চরম আকার নিয়েছে কলকাতার জলসঙ্কট। সেই নিয়েই মঙ্গলবার সরগরম হয় কলকাতা পুরসভার অধিবেশন। শেষপর্যন্ত জলসঙ্কট নিয়ে মুলতুবি প্রস্তাব আনে বিরোধী বেঞ্চ।
জলসঙ্কট নিয়ে পুরসভার অধিবেশনে মুলতুবি প্রস্তাব আনলেন বামেরা। প্রচণ্ড গরমে চরম আকার নিয়েছে কলকাতার জলসঙ্কট। সেই নিয়েই মঙ্গলবার সরগরম হয় কলকাতা পুরসভার অধিবেশন। শেষপর্যন্ত জলসঙ্কট নিয়ে মুলতুবি প্রস্তাব আনে বিরোধী বেঞ্চ।
দক্ষিক্ষবঙ্গ জুড়ে গরমের দাবদাহ যত বেড়েছে ততই তীব্র আকার নিয়েছে জলকষ্ট। জলের অভাবে চরম ভোগান্তির শিকার হয়েছে উত্তর ও দক্ষিণ কলকাতার বেশ কিছু এলাকা। জলের জন্য বিক্ষোভ, পথ অবরোধ এমনকি স্থানীয় কাউন্সিলরকে স্থানীয় ঘেরাও সব কিছুই ব্যর্থ হয়েছে বার বার। মঙ্গলবার জলসঙ্কট চরম আকার নেয় কলকাতার পুরসভার অধিবেশনেও। মুলতুবি প্রস্তাব আনে বিরোধী বামেরা। তাঁদের দাবি, নতুন বোর্ড ক্ষমতায় আসার পর দুবছর কেটে গেলেও জলসমস্যার সমাধানে কোনও রকম পদক্ষেপই নেয়নি তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরবোর্ড। শহরে জলসঙ্কট দেখা দিয়েছে শীতকাল থেকেই। তা সত্তেও কোনও রকম আগাম ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে বিরোধীদের সঙ্গে একমত কংগ্রেস কাউন্সিলরও।
অন্যদিকে কলকাতা পুরসভার মেয়রের দাবি, কলকাতায় কোনও রকম জলের সমস্যা নেই। বামেদের এই মুলতুবি প্রস্তাব রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা ছাড়া আর কিছু নয়।