বামেদের সংহতি দিবসের মঞ্চে মোদী-মমতাকে একযোগে জোরালো আক্রমণ

বরং মঙ্গলবার শহিদ মিনারে বামেদের সংহতি দিবসের মঞ্চ থেকে, জোরালো অভিযোগ উঠল মমতা-মোদী তলায় তলায় সমঝোতার।  

Updated By: Dec 6, 2016, 08:20 PM IST
বামেদের সংহতি দিবসের মঞ্চে মোদী-মমতাকে একযোগে জোরালো আক্রমণ

ওয়েব ডেস্ক: বরং মঙ্গলবার শহিদ মিনারে বামেদের সংহতি দিবসের মঞ্চ থেকে, জোরালো অভিযোগ উঠল মমতা-মোদী তলায় তলায় সমঝোতার।  

আরও পড়ুন- এক মাস হতে চলল, শহরে টাকা সমস্যা মিটল?

 সংহতি দিবসে
জোরালো আক্রমণ

সূর্যকান্ত মিশ্র, সিপিএম রাজ্য সম্পাদক বললেন, এক বিড়িতে দুই টান, মোদী-মমতা।

মমতার নোট-আন্দোলনকে 'সবটাই নাটক' বলে কটাক্ষ।

রাজ্যের শাসক দল, ধর্ম-বর্ণকে হাতিয়ার করে রাজনীতি করছে। যা বরদাস্ত করা যায় না। সংহতি দিবসে সোচ্চার বাম নেতারা।

বামেদের আক্রমণকে আমল না দিয়ে, নিজেদের সংহতি-মঞ্চ থেকে বিজেপিকে অল আউট আক্রমণে তৃণমূল। বিজেপি সাম্প্রদায়িক দল। ধর্মের নামেই তাদের যত রাজনীতি। অভিযোগ রাজ্যের শাসক দলের।

.