পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকারেরই উচিত মোর্চার সঙ্গে আলোচনার দরজা খুলে রাখা। এমনই মনে করেন বাম নেতারা। এই অবস্থায় তাই মোর্চার ডাকা সর্বদল বৈঠককে গুরুত্ব দিতে নারাজ তাঁরা।
আন্দোলনকারী মোর্চার ডাকা সর্বদল বৈঠকে কোনও সমস্যার সমাধান সম্ভব নয়। এমনই মনে করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। শাসক দল এবং সরকার অনড়। মোর্চার আন্দোলন নিয়ে তাঁরা দুষছেন কংগ্রেস এবং কেন্দ্রকেই।
কংগ্রেস অবশ্য সেই অভিযোগ মানতে নারাজ। তাঁদের বক্তব্য, রাজ্য সরকার কোনও বিষয়ে সমাধান করতে না পারলেই, তা দায় চাপায় কেন্দ্রের ওপরই।
English Title:
Left all party
Home Title:
পাহাড় সমস্যা নিয়ে রাজ্য-মোর্চার কথা হোক, চায় বামেরা
No
15249
Is Blog?:
No
Section: