বিশ্বকর্মা পুজোয় চিনা মাঞ্জার 'ধার' কমাতে তৎপরতা, থানায় থানায় নির্দেশ লালবাজারের

ইতিমধ্যেই অভিযান শুরু করে দিয়েছে পুলিস।

Updated By: Sep 16, 2021, 11:56 PM IST
বিশ্বকর্মা পুজোয় চিনা মাঞ্জার 'ধার' কমাতে তৎপরতা, থানায় থানায় নির্দেশ লালবাজারের

নিজস্ব প্রতিবেদন: বিশ্বকর্মা পুজোর দিন আকাশে উড়বে ঘুড়ি। তার সঙ্গে জুড়েছে নতুন বিপদ চিনা মাঞ্জা। এই মাঞ্জার কারণে কলকাতায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। এবার তা রুখতে তৎপর লালবাজার। বিশ্বকর্মা পুজোর আগে সমস্ত থানার অফিসারদের তাদের এলাকায় প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

লালবাজারের তরফে নির্দেশ গিয়েছে, যে সব স্থানে এই ধরনের দুর্ঘটনা বেশি হয় সেখানে যেন পুলিস মোতায়েন করা হয়। বিশেষ করে মা উড়ালপুলে পুলিস মোতায়েন এবং ড্রোনে নজরজারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই অভিযান শুরু করে দিয়েছে পুলিস। বৃহস্পতিবার উল্টোডাঙা থেকে সায়েন্সসিটিগামী বাইপাসে তল্লাশি চালায় বিধাননগর দক্ষিণ থানা। সল্টলেকের বেশ কিছু জায়গায় হানা দেয় পুলিস। সুকান্তনগর, দত্তাবাদ-সহ একাধিক জায়গায় ঘুড়ি ব্যবসায়ীরা চিনা মাঞ্জা বিক্রি করছেন কিনা তা দেখতে দোকানগুলি ঘুরে দেখেন পুলিস কর্মীরা। শুক্রবারও দিনভর টহল ও নজরদারি চলবে।

আরও পড়ুন- Health: এই সময় জ্বর হয়, নতুন অসুখের প্রাদুর্ভাব হয়নি, জানালেন স্বাস্থ্য অধিকর্তা

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.