বিশ্বকর্মা পুজোর রাতে শহরে মহিলাকে মারধর-কটূক্তি
Updated By: Sep 18, 2017, 11:22 AM IST
ওয়েব ডেস্ক: বিশ্বকর্মা পুজোর রাতে শহরে মহিলাকে মারধর-কটূক্তি। প্রতিবাদ করায় তাঁর ছেলেকে ব্লেড দিয়ে আঘাতের অভিযোগ। ঘটনা মুচিপাড়া থানার ঝাড়ু গোডাউন এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, গতকাল রাতে মন্দিরে যাওয়ার সময় মহিলাকে কটূক্তি করে কয়েকজন। ওই মহিলা প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয়।
আরও পড়ুন সিবিআই অফিসে হাজিরা দিলেন ফিরহাদ হাকিম, আজ হাজিরা দিতে পারেন শুভেন্দুও
মা-কে মারধর করা হচ্ছে দেখে, তাঁকে বাঁচাতে আসে তাঁর ছেলে। এরপর ব্লেড দিয়ে ছেলের হাত কেটে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও, অভিযুক্তরা পলাতক। এলাকায় এরকম ঘটনা বারবার ঘটলেও পুলিস নিষ্ক্রিয়, এই অভিযোগে মুচিপাড়া থানায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।