জুটমিলে জঙ্গি শ্রমিক আন্দোলনের দাওয়াই খুঁজতে পুলিস টহলের ব্যবস্থা শ্রমমন্ত্রীর
জুটমিলে জঙ্গি আন্দোলন দমন করতে এবার সরকারের দাওয়াই পুলিসি টহল। দলের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পর এই বার্তা দিলেনশ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। নর্থব্রুক কাণ্ডের জন্য শ্রমিকদের কাঠগড়ায় তোলেন মন্ত্রী। তাঁর মন্তব্য ,জুটমিলের শ্রমিকরা শিশু নন, কিসে তাঁদের ভাল কিসে মন্দ তা তাঁদেরই বোঝা উচিত। ই মুহুর্তে রাজ্যে উনষাটটি জুটমিল রয়েছে। তারমধ্যে ছাপান্নটিতেই তৃণমূল কংগ্রেস পরিচালিত শ্রমিক ইউনিয়ন। বিভিন্ন জুটমিলে বন্ধ হয়ে যাওয়ার জন্য শাসক দলের শ্রমিক ইউনিয়নের দিকেই আঙুল উঠছে। মঙ্গলবার শ্রমমন্ত্রী তাঁরই দলের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বলেন চটকলে কোনও ধরনের হিংসাত্মক আন্দোলন বরদাস্ত করবে না সরকার।
জুটমিলে জঙ্গি আন্দোলন দমন করতে এবার সরকারের দাওয়াই পুলিসি টহল। দলের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পর এই বার্তা দিলেনশ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। নর্থব্রুক কাণ্ডের জন্য শ্রমিকদের কাঠগড়ায় তোলেন মন্ত্রী। তাঁর মন্তব্য ,জুটমিলের শ্রমিকরা শিশু নন, কিসে তাঁদের ভাল কিসে মন্দ তা তাঁদেরই বোঝা উচিত। ই মুহুর্তে রাজ্যে উনষাটটি জুটমিল রয়েছে। তারমধ্যে ছাপান্নটিতেই তৃণমূল কংগ্রেস পরিচালিত শ্রমিক ইউনিয়ন। বিভিন্ন জুটমিলে বন্ধ হয়ে যাওয়ার জন্য শাসক দলের শ্রমিক ইউনিয়নের দিকেই আঙুল উঠছে। মঙ্গলবার শ্রমমন্ত্রী তাঁরই দলের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বলেন চটকলে কোনও ধরনের হিংসাত্মক আন্দোলন বরদাস্ত করবে না সরকার।
নর্থব্রুকের ঘটনার পর জুটমিলের শ্রমিক আন্দোলনকে কড়া হাতে রাশ টানতে চাইছে সরকার। জুটমিলের গেটে আগামীসপ্তাহ থেকেই শুরু হচ্ছে পুলিসি টহলদারি।
শুধু সরকারি পদক্ষেপই নয়, জুটমিল আন্দোলন আটকাতে রাজনৈতিক পদক্ষেপও নিতে চায় তৃণমূল কংগ্রেস।সেইলক্ষ্যে বৃহস্পতিবার জুটমিল এলাকার সব বিধায়ককে বৈঠকে ডেকেছেন শ্রমমন্ত্রী। উদ্দেশ্য,জুটমিল এলাকায় যাতে কোনও অশান্তি না ছড়ায় তা নিশ্চিত করা।