লা মার্টিনিয়ার ফর বয়েজের শতাব্দী প্রাচীন দেওয়াল ভাঙতেই বেরিয়ে এল পাখির দেহবশেষ

লা মার্টিনিয়ার ফর বয়েজ স্কুলের শতাব্দীপ্রাচীন দেওয়াল ভাঙতেই চাঞ্চল্যকর দৃশ্য। একের পর এক বেরিয়ে আসছে পাখির দেহাবশেষ। দেওয়ালের মধ্যে এতগুলো পাখির দেহাবশেষ এল কোথা থেকে ? দেহাবশেষ গুলি কোন পাখির? তার কোনও উত্তর অবশ্য এখনও মেলেনি। উত্তর খুঁজতে সাহায্য নেওয়া হয়েছে পুরাতত্ববিদদের।

Updated By: Oct 8, 2013, 02:13 PM IST

লা মার্টিনিয়ার ফর বয়েজ স্কুলের শতাব্দীপ্রাচীন দেওয়াল ভাঙতেই চাঞ্চল্যকর দৃশ্য। একের পর এক বেরিয়ে আসছে পাখির দেহাবশেষ। দেওয়ালের মধ্যে এতগুলো পাখির দেহাবশেষ এল কোথা থেকে ? দেহাবশেষ গুলি কোন পাখির? তার কোনও উত্তর অবশ্য এখনও মেলেনি। উত্তর খুঁজতে সাহায্য নেওয়া হয়েছে পুরাতত্ববিদদের।
বাড়ির বয়স ১৭৮। বাড়ি তৈরির পর থেকে তেমনভাবে মেরামতির কাজ হয়নি। দিনকয়েক আগে লা মার্টিনিয়ার ফর বয়েজ স্কুলের এই বাড়িটি মেরামতির কাজে হাত দেয় কর্তৃপক্ষ। চুন-সুরকির গাঁথনির দেওয়াল ভাঙতেই চাঞ্চল্যকর দৃশ্য। ভাঙা দেওয়ালের ভেতর থেকে বেরিয়ে আসছে একের পর এক পাখির দেহাবশেষ।

 

.