Kuntal Ghosh: 'জোর করে নেতাদের নাম বলানোর চেষ্টা করছে এজেন্সি', বিস্ফোরক দাবি কুন্তলের

আদালতে ঢোকার মুখে কুন্তল বলেন, ''জোর করে আমাদের যত নেতা আছে তাদের নাম বলানোর চেষ্টা করছে। বলপূর্বক চেষ্টা চালাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দেওয়া মানে আমাদের বুক চওড়া করা। বারবার এজেন্সি জোর করে নাম বলানোর চেষ্টা করছে। কিন্তু আমরা মা, মাটি, মানুষের আদর্শ দলের লোক। ওই ধরণের ভয়কে পাত্তা দিই না।'' 

Updated By: Mar 30, 2023, 06:17 PM IST
Kuntal Ghosh: 'জোর করে নেতাদের নাম বলানোর চেষ্টা করছে এজেন্সি', বিস্ফোরক দাবি কুন্তলের
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জোর করে নেতাদের নাম বলানোর চেষ্টা করছে এজেন্সি। বৃহস্পতিবার হেফাজতের মেয়াদ শেষে আদালতের পেশের সময় এমনই বিস্ফোরক দাবি করলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জোর করে চাপ দিয়ে নেতাদের নাম বলতে বাধ্য করছে বলেই বিস্ফোরক দাবি তাঁর। বৃহস্পতিবার আদালতে প্রবেশের মুখে বিস্ফোরক অভিযোগ করেন কুন্তল। বলেন, ‘এজেন্সি বিভিন্নভাবে ভয় দেখিয়ে আমাদের থেকে দলের নেতাদের নাম বলানোর চেষ্টা করছে।’ সাংবাদিকরা প্রশ্ন করেন, ‘অভিষেকের নাম?’ এই প্রশ্নের জবাবে কুন্তল বলেন, “অবশ্যই"।

আরও পড়ুন, Dilip Ghosh: 'দেশের কেউ মমতার পাশে নেই', মুখ্যমন্ত্রীকে ফের আক্রমণ দিলীপ ঘোষের

নিয়োগ-দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিন্হা-সহ ১৩ জনকে আজ ফের আলিপুরের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়। বুধবার শহিদ মিনারে তৃণমূল ছাত্র পরিষদের সভামঞ্চ থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে হেনস্তার অভিযোগ তুলেছিলেন। তিনি বলেন, দলের দুই নেতা মদন মিত্র এবং কুনাল ঘোষ যখন জেলে ছিলেন, তখন তাঁদের উপরে ‘চাপ’ সৃষ্টি করা হয়েছিল যাতে তাঁরা অভিষেকের নাম বলেন। তিনি বলেন, ‘‘মদনদা জেলে ছিলেন। কুণাল ঘোষও জেলে ছিলেন। এঁদের বলা হয়েছিল, আমার নাম নিলেই ছেড়ে দেবে।’’ 

অভিষেকের কেন্দ্রীয় এজেন্সি সম্পর্কে ব্যাখাই বৃহস্পতিবার জোরাল করার চেষ্টায় মরিয়া হলেন কুন্তল ঘোষ। এদিন আদালতে ঢোকার মুখে কুন্তল বলেন, ''জোর করে আমাদের যত নেতা আছে তাদের নাম বলানোর চেষ্টা করছে। বলপূর্বক চেষ্টা চালাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দেওয়া মানে আমাদের বুক চওড়া করা। বারবার এজেন্সি জোর করে নাম বলানোর চেষ্টা করছে। কিন্তু আমরা মা, মাটি, মানুষের আদর্শ দলের লোক। ওই ধরণের ভয়কে পাত্তা দিই না।'' 

এদিন আদালত থেকে বেরোবার সময় কুন্তল আরও বলেন, ''আমি শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে একটাই অনুরোধ রাখবো, আমার পরিবারে কেউ নেই। দুটো, বাচ্চা, মা আর স্ত্রী রয়েছে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের নিরাপত্তার ব্যবস্থা যেন তিনি করেন।" কুন্তলকে প্রিজন ভ্যানে তোলার সময় আবার বলেন, "একটাই কথা বলব আমাদের বিভিন্নরকম ভয় দেখানো হচ্ছে। চমকানো হচ্ছে। মিথ্যা মামলায় ফাঁসানোর কথা বলা হচ্ছে। ২১ বছর জেল খাটানোর কথা বলা হচ্ছে এবং যাতে বাইরে কথা না বলি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে বলপূর্বক চেষ্টা করা হচ্ছে।"

অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) গুজরাতে একটি ভুয়ো এনকাউন্টার মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘ফাঁসানোর’ জন্য তাঁর উপর ‘চাপ’ সৃষ্টি করছিল। শাহ গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন তাঁর বিরুদ্ধে দায়ের করা সোহরাবুদ্দিন শেখ এনকাউন্টার মামলার কথা স্মরণ করেন তিনি। তাঁকে প্রশ্ন করা হয় যে বিরোধীদের অভিযোগের নরেন্দ্র মোদী সরকার তাদের আক্রমণ করার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলির ‘অপব্যবহার’ করছে। এর জবাবে এই কথা বলেন তিনি।

আরও পড়ুন, Panchayet Election: এপ্রিলেই কি রাজ্যে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.