কুণাল ঘোষের জামিনের আর্জি খারিজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে

কুণাল ঘোষের জামিনের আর্জি খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। সারদা প্রতারণায় অভিযুক্ত তৃণমূলের সাসপেন্ড হওয়া এই সাংসদ জামিনের আর্জি জানিয়ে রাজ্যের সর্বোচ্চ আদালতে মামলা করেছিলেন। কুণালের যুক্তি ছিল, সারদা কাণ্ডে তিনি লম্বা সময় জেলে রয়েছেন।

Updated By: Jan 22, 2015, 01:07 PM IST
কুণাল ঘোষের জামিনের আর্জি খারিজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে

ওয়েব ডেস্ক: কুণাল ঘোষের জামিনের আর্জি খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। সারদা প্রতারণায় অভিযুক্ত তৃণমূলের সাসপেন্ড হওয়া এই সাংসদ জামিনের আর্জি জানিয়ে রাজ্যের সর্বোচ্চ আদালতে মামলা করেছিলেন। কুণালের যুক্তি ছিল, সারদা কাণ্ডে তিনি লম্বা সময় জেলে রয়েছেন।

তদন্তের জন্য এখন সিবিআই তাঁকে সেভাবে জিজ্ঞাসাবাদও করছে না। তাই জেলের বাইরে থেকে সিবিআইকে সাহায্যের আশ্বাস দিয়ে জামিনের আবেদন করেন কুণাল।  আজ কলকাতা হাই কোর্টে এই মামলার শুনানির সময় সিবিআইয়ের আইনজীবী বলেন, তদন্তের স্বার্থে কুণাল ঘোষকে আরও জেরা করা দরকার। তারপরই বিচারপতি শুভ্রকমল মুখার্জি ও আশিস চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ কুণালের জামিনের আবেদন খারিজ করে দেয়।

.