জেলবন্দিদের সমস্যা নিয়ে কুণাল ঘোষের চিঠি মুখ্যমন্ত্রীকে

এবার জেলবন্দিদের সমস্যা সমাধানের অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কুণাল ঘোষ। আপাতত সারদাকাণ্ডের মামলায় বাগডোগরা থানায় পুলিস হেফাজতে আছেন তিনি। চিঠিতে পুলিসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ। রাজনৈতিক বন্দিদের মুক্তির বিষয়েও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

Updated By: Mar 23, 2014, 09:24 AM IST

এবার জেলবন্দিদের সমস্যা সমাধানের অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কুণাল ঘোষ। আপাতত সারদাকাণ্ডের মামলায় বাগডোগরা থানায় পুলিস হেফাজতে আছেন তিনি। চিঠিতে পুলিসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ। রাজনৈতিক বন্দিদের মুক্তির বিষয়েও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে নিজেকে নির্দোষ হিসেবে দাবি করে কুণাল ঘোষ জেলবন্দিদের মোট ১১টি সমস্যার কথা তুলে ধরেছেন।

প্রথমত তাঁর দাবি, অধিকাংশ জেলে সাজাপ্রাপ্ত বন্দির থেকে বিচারাধীন বন্দির সংখ্যা বেশি। তাঁর মতে, বহু নির্দোষকে দীর্ঘদিন জেলে কাটাতে হচ্ছে। এক্ষেত্রে মামলার দীর্ঘসূত্রিতার কারণে বিচারাধীন বন্দিদের হয়রানি এবং সরকারের বিপুল খরচের দিকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন কুণাল ঘোষ। দ্রুত বিচার এবং জেল ব্যবস্থার সংস্কারের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি বা কমিশন তৈরির আর্জিও জানিয়েছেন তিনি।

চিঠির চার নম্বর পয়েন্টে পুলিসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ।

তাঁর দাবি, পুলিস রাজনৈতিক কারণে বা প্রশাসনিক নির্দেশে এবং কিছু ক্ষেত্রে কৃতিত্ব দেখাতে জেনেশুনে একাধিক জটিল ধারায় মামলা করছে। ফলে জেল থেকে মুক্তি পেতে সমস্যায় পড়ছেন নিরপরাধ কিংবা কম অপরাধে অভিযুক্তরা। সরাসরি পুলিসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে এবিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন কুণাল ঘোষ।

তাত্পর্যপূর্ণভাবে চিঠিতে রাজনৈতিক বন্দিদের মুক্তির বিষয়েও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন কুণাল ঘোষ। এবিষয়ে সরকার শেষপর্যন্ত কী সিদ্ধান্ত নিচ্ছে, তা রাজনৈতিক বন্দিরা জানতে আগ্রহী বলে চিঠিতে দাবি করেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ।

এছাড়াও জেলবন্দিদের সঙ্গে তাদের আত্মীয়দের দেখা করার পদ্ধতির সরলীকরণের আর্জি জানিয়েছেন কুণাল ঘোষ। চিঠিতে বিদেশি জেলবন্দিদের বিষয়েও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

.