'বিজেপির কোন কোন নেতার কটা ফোন, কাদের ফোন দেব ধরেনি সব তোলা আছে'

তিনি বলেন, 'বিজেপির কোন কোন নেতা ফোন করেছিলেন, কাকে কাকে ফোন করেছিলেন এবং কোন কোন ফোন দেব ধরেননি সে সমস্ত সময় আসলেই বেরিয়ে আসবে। কারা কারা ফোন করেছিলেন সে সব তোলা আছে। যারা ওকে নিয়ে এত মাথা ঘামাচ্ছেন, মাথা ঘামানো ভালো। মাথার ব্যায়াম হয়।' 

Updated By: Feb 8, 2024, 07:45 PM IST
'বিজেপির কোন কোন নেতার কটা ফোন, কাদের ফোন দেব ধরেনি সব তোলা আছে'
ফাইল ছবি

দেবারতি ঘোষ: দেবকে নিয়ে চিন্তা করে লাভ নেই। দেব তৃণমূল কংগ্রেসের ছিলেন, আছেন, থাকবেন। দেবের পাবলিসিটি কিছুটা বাড়ল এই যা। এদিন দেবের দল ছাড়া প্রসঙ্গে এভাবেই উত্তর দিলেন কুণাল ঘোষ। তিনি রাজনীতিতে থাকছেন না থাকছেন না? এই প্রশ্নেই সরগরম রাজনৈতিক মহল। এই জল্পনার মাঝেই নিজের বক্তব্য জানালেন তৃণমূল মুখপাত্র। তবে দেবের কোনও সোশ্যাল পোস্ট নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি। 

আরও পড়ুন, Dev on Viral Audio Clip: 'প্রমাণ করতে পারলে আমি রাজনীতি-অভিনয় দুই ছাড়ব, ওরা রাজনীতি ছাড়বেন তো?' চ্যালেঞ্জ দেবের

এদিন কুণাল ঘোষ বলেন, কোনও পোস্ট, কোনও বক্তব্য নিয়ে মন্তব্য করব না। যেহেতু লোকসভার অধিবেশন শেষ হয়েছে যে কোনও ব্যক্তির যে কোনও ব্যক্তিগত আবেগ কাজ করতে পারে। কোনও প্রশ্নের আমি জবাব দেব না। দেব তৃণমূলৃ কংগ্রেসের পরিবারের সদস্য ছিলেন, আছেন, থাকবেন। বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাংসদ দেব লেখেন, 'আর কিছুক্ষণ'। এমনকী এদিন লোকসভার বক্তব্যে দেব বলেন, 'মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ আমায় সুযোগ দেওয়ার জন্য। যাঁরা আমায় ভোট দিয়েছেন বা দেননি তাঁদেরও ধন্যবাদ। ঘাটাল আমার মনে থাকবে সারাজীবন।'

তবে কুণাল ঘোষ গেরুয়া শিবির নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, 'বিজেপির কোন কোন নেতা ফোন করেছিলেন, কাকে কাকে ফোন করেছিলেন এবং কোন কোন ফোন দেব ধরেননি সে সমস্ত সময় আসলেই বেরিয়ে আসবে। কারা কারা ফোন করেছিলেন সে সব তোলা আছে। যারা ওকে নিয়ে এত মাথা ঘামাচ্ছেন, মাথা ঘামানো ভালো। মাথার ব্যায়াম হয়। কিন্তু দিনের শেষে দেব তৃণমূলেই আছে।'

প্রসঙ্গত, বুধবার একটি ভাইরাল অডিয়ো ক্লিপে দেবের নাম জড়ায়। যদিও সেই অডিয়োর সত্যতা যাচাই করেনি জি২৪ ঘণ্টা ডিজিটাল। যেখানে দাবি করা হচ্ছে, ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই দলেরই সাংসদ দেবের বিরুদ্ধে সাংসদ তহবিলের টাকা থেকে ৩০ শতাংশ কমিশন চাইত। যদিও পরবর্তীকালে সেই কথা অস্বীকার করেছেন শঙ্কর দলুই। সেই কথোপকথোনে শোনা যাচ্ছে, ''আমি দিদিকে বলেছি দেব আমার কাছে সাংসদ তহবিল থেকে ৩০ শতাংশ কমিশন চাইছে,দিদি বলছে ছেড়ে দে তুই ওর কাজটা করিসনি। কিন্তু আমি তো দিদিকে বলেছি দিদিতো এটা জানে জেনেও তো ওকে সাপোর্ট করেছে,কেন করেছে? কারণ ওকে আবার রাজনীতিতে প্রয়োজন।''

আরও পড়ুন, Dev in Parliament: 'ঘাটালকে মনে রাখব', সংসদে দাঁড়িয়ে 'বিদায়বার্তা' দেবের!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.