জেলের মধ্যে আত্মহত্যার চেষ্টা কুণাল ঘোষের, প্রেসিডেন্সি জেলের সুপার ও চিকিৎসককে সাসপেণ্ড করা হল

Updated By: Nov 14, 2014, 03:33 PM IST
জেলের মধ্যে আত্মহত্যার চেষ্টা কুণাল ঘোষের, প্রেসিডেন্সি জেলের সুপার ও চিকিৎসককে সাসপেণ্ড করা হল

জেলের মধ্যেই আত্মহত্যার চেষ্টা করলেন কুণাল ঘোষ। আজ ভোররাতে আটান্নটি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। প্রসঙ্গত তিন দিন আগেই আত্মহত্যার হুমকি দিয়েছিলেন কুণাল।

সেলের মধ্যেই বেহুঁশ অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। সিসিইউ-র পাঁচ নম্বর বেডে ভর্তি রয়েছেন তিনি। রাতেই তাঁর পাকস্থলি ওয়াশ করা হয়। চিকিত্‍সকরা জানান, চিকিত্‍সায় সাড়া দিচ্ছেন কুণাল। এখনও আশঙ্কাজনক হলেও তাঁর অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানান চিকিত্‍সকরা। এ দিন হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি কুণালের পরিবারকে।

অসুস্থতার জন্য রোজ ৩টি করে ওষুধ খেতেন তিনি। চিকিত্‍সকদের নির্দেশেই সেই ওষুধ দেওয়া হত তাকে। নার্ভ, প্রেসার ও ঘুমের ওষুধ খেতেন তিনি। তাঁর সেলের কাগজপত্রের মধ্যে থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু সুইসাইড নোট তার মধ্যে একটি নোট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে লেখা।

.