Kunal Ghosh: : গভীরভাবে 'একেন বাবু'কে অবজার্ভ করছি, কুণালের টার্গেট বিচারপতি গাঙ্গুলি?

'বিজেপি করে বলে কুৎসার করে বেড়াচ্ছে। শুভেন্দু অধিকারী কেন গ্রেফতার করা হচ্ছে'? প্রশ্ন তৃণমূল মুখপাত্রের।

Updated By: Apr 5, 2023, 07:12 PM IST
Kunal Ghosh: : গভীরভাবে 'একেন বাবু'কে অবজার্ভ করছি, কুণালের টার্গেট বিচারপতি গাঙ্গুলি?

দেবারতি ঘোষ: 'বাংলায় নতুন একেন বাবু এসেছেন'। নাম না করে এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বললেন, 'যারা ঘুষ নিয়েছে তাদের অন্যায় লঘু হবে না। আদালতের ওপর কোনো কথা হবে না। গভীরভাবে একেনবাবুকে অবডার্ভ করছি'।

রাজ্যের নিয়োগ দুর্নীতির শিকড় কোথায়? হাইকোর্টের নির্দেশে যখন তদন্তে নেমেছে সিবিআই-ইডি, তখন এজলাসে বসে প্রাক্তন পর্ষদ সভাপতিকে জিজ্ঞাসাবা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় নিজেই। প্রায় মিনিট দশেক একান্তে কথা হল দু'জনের। 

তখন ২০১৬ সালে প্রাথমিক নিয়োগ মামলার শুনানি চলছিল। এদিন মানিক ভট্টাচার্যকে সশরীরের আদালতে হাজির করানোর নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরপর যখন অভিযুক্ত যখন এজলাসে পৌঁছন, তখন তাঁকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন বিচারপতি। জানতে চান, 'বাইরের কোনও সংস্থাকে কাজে লাগানো হয়েছিল'? জবাবে মানিক বলেন, 'সংস্থার নাম মনে নেই। যখন মনে হবে ডাকবেন, সব সত্যি বলব'। 

মানিকে জবাব শুনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'আদালত সত্য জানতে চাই'। এরপর কাঠগড়ায় দাঁড়িয়ে করজোরে মানিক বিচারপতিকে বলেন, সত্যিটাই বলতে চাই, সত্য সহজ এবং সুন্দর। কোনও মামলা প্রেক্ষিতে আদালত যদি কিছু জানতে চায়, তাহলে আমাকে যেন ১৫ মিনিট সময় দেওয়া হয়'।

আরও পড়ুন: Mamata Banerjee: 'রাহুল গান্ধী যদি বিপদে পড়তে পারেন, সরকারি কর্মচারীদের গাল দিয়ে মমতা কেন নন'!

এর আগে, গতকাল মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলেছিলেন, 'দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। সুপ্রিম কোর্ট এবং তার বিচারপতিদের ওপর আমার বিশ্বাস, আস্থা এবং শ্রদ্ধা আছে। কিছু মানুষ এখনও কুৎসা এবং অপপ্রচার চালাচ্ছে। কিছু রক্তপিপাসু দালালরাও এখন মাঠে নেমে পড়েছে। তারা রক্তের লোভে আমার পিছনে ছুটছে। এদের বিরুদ্ধেও আমাকে লড়তে হবে'। 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.