Kunal Ghosh: 'শাহের কথায় ঝুলি থেকে বেড়াল বেরল!' তীব্র কটাক্ষে অমিতকে বিঁধলেন কুণাল
তৃণমূলের মুখপাত্র তোপ দাগেন, 'এসবই হচ্ছে পিছনের দরজা দিয়ে সরকার ফেলার চক্রান্ত। লোকসভার আসনের সঙ্গে বিধানসভার সম্পর্কটা কী? স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে সরকার ফেলার চক্রান্ত! দিল্লি থেকে সব চক্রান্ত হচ্ছে।'
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'লোকসভায় বাংলায় বিজেপি শূন্যয় দাঁড়িয়ে থাকবে। শূন্য থেকে গুনতে শুরু করে এক পর্যন্ত পৌঁছতে বিজেপির মাথার ঘাম পায়ে ফেলতে হবে। বিহার থেকে লোক ঢুকিয়ে ৩৫ হবে? বিধানসভা ভোটের আগে অনেক শুনেছিলাম, আব কি বার ২০০ পার! ডেইলি প্যাসেঞ্জারি করেছিলেন অমিত শাহ। কিন্তু উনি যখনই যা দাবি করেন, মানুষ তা প্রত্যাখ্যান করেন।' তীব্র কটাক্ষে অমিত শাহকে বিঁধলেন কুণাল ঘোষ।
একইসঙ্গে বাংলায় ২০২৫ সালে সরকার পড়ে যাওয়ার অমিত শাহের দাবিকে 'বিজেপির অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক মনোভাব' বলে তোপ দেগেছেন কুণাল ঘোষ। তৃণমূলের মুখপাত্র তোপ দাগেন, 'এসবই হচ্ছে পিছনের দরজা দিয়ে সরকার ফেলার চক্রান্ত। লোকসভায় যে আসন-ই পান, যদিও পাবেন তো শূন্য, কিন্তু লোকসভার আসনের সঙ্গে বিধানসভার সম্পর্কটা কী? স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে সরকার ফেলার চক্রান্ত! দিল্লি থেকে সব চক্রান্ত হচ্ছে। অমিত শাহের কথায় আজ ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ল!'
প্রসঙ্গত, এদিন কেষ্টহীন বীরভূমে দাঁড়িয়ে ২০২৪ লোকসভা ভোটে বাংলায় ৩৫ আসন বিজয়ের টার্গেট বেঁধে দেন শাহ। বীরভূমের লাল মাটি থেকে এদিন কী বার্তা দেন অমিত সেদিকে নজর ছিল গোটা রাজ্যেরই। এদিন অমিত শাহ সরাসরি আক্রমণ করেন রাজ্যের শাসক দলকে। কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেন, '২৪-এর বিজেপি জিতলে বাংলায় রামনবমীর মিছিলে কেউ আক্রমণ করার সাহস পাবে না।' এই সময়ে অমিত শাহর বঙ্গ সফর যে গুরুত্বপূর্ণ তা আগেই আঁচ করা গিয়েছিল। এদিন বীরভূমের জনসভা থেকে সরাসরি তৃণমূল সরকারকে চ্যালেঞ্জ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সিউড়ির মঞ্চ থেকে কেষ্টহীন বীরভূমে হিন্দুত্বের অস্ত্রে এগিয়ে চলার মন্ত্র দেন শাহ। শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে অমিত শাহ দাবি করেন, 'লোকসভা ভোটে বিজেপিকে বেশি ভোট দিন। তাহলে ২৫-এর আগেই দিদির সরকার পড়ে যাবে।'
আরও বলেন, '২০২৪ ভোটে বাংলা থেকে ৩৫-এর বেশি সিটে বিজেপিকে জিতিয়ে মোদীকে প্রধানমন্ত্রী করবেন তো? আপনারা অনুপ্রবেশ চান? ২৪-এ ৩৫ সিট দিন। ২৫ এর আগেই মমতা থাকবে না। বাংলায় বিজেপি এলে আর রামনবমীর ওপর হামলা হবে না। রিষড়া, হাওড়ায় হামলা হল। রামনবমীর মিছিল বাংলায় বেরোনো উচিত না উচিত নয়? তুষ্টিকরণের রাজনীতির জন্যই এত সাহস হল।' তাঁর স্পষ্ট বক্তব্য, 'দিদি- ভাতিজার অন্যায়ের বিরুদ্ধে একমাত্র রাস্তা বিজেপি। মমতার লক্ষ্য কেবল অভিষেককে মুখ্যমন্ত্রী করা।' কিন্তু আগামীর মুখ্যমন্ত্রী বিজেপির হবে বলে দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আরও পড়ুন, Arvind Kejriwal: জাতীয় দলের তকমার 'পুরস্কার'? কেজরিওয়ালকে সিবিআই তলব!
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)