`ও বেলেছিল তোমাকে বিয়ে করব`
বিয়ের প্রতারণা করে এক তরুনীকে বিক্রি করে দেওয়া ও তাঁর উপর নির্যাতনের অভিযোগে মলয় দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতের ৯ অক্টোবর পর্যন্ত পুলিসি হেফাজতে নির্দেশ দিয়েছে ব্যঙ্কশাল কোর্ট। বছর দুয়েক আগে কুঁদঘাটের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় মলয় দাসের। নিজেকে বেসরকারি ব্যাঙ্কের আধিকারিক হিসেবে পরিচয় দিয়েছিল মলয়। তরুণীর দাবি এরপরেই কালীঘাটে গিয়ে বিয়ে করেন তাঁরা। তরুণী বলেন, "ও বলেছিল তোমাকে বিয়ে করব। তারপর আমাকে ঠকায়।"
বিয়ের প্রতারণা করে এক তরুনীকে বিক্রি করে দেওয়া ও তাঁর উপর নির্যাতনের অভিযোগে মলয় দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতের ৯ অক্টোবর পর্যন্ত পুলিসি হেফাজতে নির্দেশ দিয়েছে ব্যঙ্কশাল কোর্ট। বছর দুয়েক আগে কুঁদঘাটের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় মলয় দাসের। নিজেকে বেসরকারি ব্যাঙ্কের আধিকারিক হিসেবে পরিচয় দিয়েছিল মলয়। তরুণীর দাবি এরপরেই কালীঘাটে গিয়ে বিয়ে করেন তাঁরা। তরুণী বলেন, "ও বলেছিল তোমাকে বিয়ে করব। তারপর আমাকে ঠকায়।"
বিয়ের পর মলয় তাঁকে দমদমের একটি ফ্ল্যাটে নিয়ে তোলে। তরুণীটির অভিযোগ বিয়ের পর থেকেই মলয় দাস, তাঁর উপর অত্যাচার শুরু করে। মাস ছয়েক আগে অত্যাচার মাত্রা ছাড়িয়ে যায়। অভিযোগ মসল দাস তাঁর উপর যৌন নির্যাতন, ভিডিয়ো ক্লিপিংস দেখিয়ে ব্ল্যাকমেল শুরু করে। অভিযোগ এর পরেই তাঁকে সোনাগাছিতে বিক্রি করে দেয় মলয়। গত শুক্রবার সেখান থেকে পালিয়ে যান ওই তরুনী। বাড়ি ফিরে যোগাযোগ করেন বটতলা থানার সঙ্গে। এর পরেই মলয় দাসের জন্য ফাঁদ পাতে পুলিস। শনিবার সন্ধেয় শোভাবাজার মেট্রো স্টেশনে পুলিসের জালে পা দেয় মলয় দাস।