দুর্বল হয়েছে নিম্নচাপ, ফিরবে শীত

বছরের শুরুটা হয়েছে এক্কেবারে অন্যভাবে। মেঘলা আকাশ। কখনও কখনও ঝিরঝিরে বৃষ্টি। হঠাত্‍ই উধাও হয়ে যায় শীত। রবিবার ছুটির দিনেও আকাশের মুখ ভার।  তবে আবহাওয়া দফতর জানিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে নিম্নচাপ।  ফের চেনা ছন্দে ফিরছে শীত।

Updated By: Jan 4, 2015, 05:54 PM IST
দুর্বল হয়েছে নিম্নচাপ, ফিরবে শীত

কলকাতা: বছরের শুরুটা হয়েছে এক্কেবারে অন্যভাবে। মেঘলা আকাশ। কখনও কখনও ঝিরঝিরে বৃষ্টি। হঠাত্‍ই উধাও হয়ে যায় শীত। রবিবার ছুটির দিনেও আকাশের মুখ ভার।  তবে আবহাওয়া দফতর জানিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে নিম্নচাপ।  ফের চেনা ছন্দে ফিরছে শীত।

বর্ষবরণের পার্টির জন্য অনেকেই কিনে ফেলেছিলেন ফ্যাশনদুরস্ত শীতের পোশাক। তবে বাধ সাধল আবহাওয়া। হঠাতই উধাও শীত। সঙ্গে স্লেট রঙা আকাশ ও ঝিরঝিরে বৃষ্টি। রবিবার ছুটির দিনেও ছবিটা মোটামুটি একই। তবে মেঘের আস্তরণ সরিয়ে  মাঝে মধ্যে দেখা দিয়েছেন সূর্যদেব। নিম্নচাপ কাটায় সামান্য নেমেছে তাপমাত্রার পারদ। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার আরও তিন ডিগ্রি নামবে পারদ। তবে চেনা ছন্দে ফিরতে শীতের সময় লাগবে আরও দুই তিন দিন।

 

.