Kolkata Shootout: বিগত ৪ মাসে শহরের বুকে 'সিন্ডিকেট রাজ'! এক নজরে শুটআউট টাইমলাইন
এই এক সপ্তাহের মধ্যেই রয়েছে ৩টি শুটআউটের ঘটনা।
নিজস্ব প্রতিবেদন : খাস কলকাতায় ফের শুটআউট। দিনেদুপুরে বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে চলল গুলি। গুলিবিদ্ধ হল ২ জন। সিন্ডিকেট বিবাদে গুলি চলে বলে অভিযোগ। গুলি-পাল্টা গুলিতে জখম হয়েছে ২ জন। মলয় দত্ত ও বাচ্চা ওরফে বিশ্বনাথ সিং। তবে শহরের বুকে সিন্ডিকেট বিবাদে গুলি চলার ঘটনা এই প্রথম নয়। বিগত ৪ মাসে শহরের বুকে প্রায় ৬টি শুটআউটের ঘটনা ঘটেছে। যার নেপথ্যে রয়েছে এই সিন্ডিকেট রাজ-ই। যার মধ্যে এই এক সপ্তাহের মধ্যেই রয়েছে ৩টি ঘটনা।
চলুন দেখে নেওয়া যাক, শহরের বুকে 'সিন্ডিকেট রাজ' এক নজরে-
১) ১০ ডিসেম্বর, ২০২১ : রিজেন্টপার্ক থানা এলাকার দক্ষিণ আনন্দপল্লি। সেখানে তেতুঁলতলার কাছে পঙ্কজ সাহা ও গোপাল মল্লিক নামে দুই ব্যাক্তি কে লক্ষ্য করে গুলি। প্রোমোটারি বিবাদের জেরেই এই ঘটনা।
২) ৬ অক্টোবর, ২০২১ : বাঁশদ্রোণীর বিবেকানন্দ রোডের নিরঞ্জনপল্লিতে গুলি। সাধন বণিক নামে বছর ৫১-র এক প্রোমোটার গুলিবিদ্ধ হন।
৩) ৯ সেপ্টেম্বর, ২০২১: বাঁশদ্রোণীর সোনালী পার্কে প্রোমোটার প্রদীপ দেবনাথের বাড়িতে হামলা। দুষ্কৃতীদের গুলিতে জখম অভিষেক মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি।
৪) ১২ এপ্রিল, ২০২২ : বেহালা থানা এলাকার চড়কতলা। এলাকা দখল ও সিন্ডিকেটের বরাত পাওয়া নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। ইট, বাঁশ, লোহার রড দিয়ে একে অপরকে মারধর। আহত বেশ কয়েকজন।
৫) ১৮ এপ্রিল, ২০২২: লেকগার্ডেনসে একটি বাড়ি ভাঙাকে কেন্দ্র করে বখরা নিয়ে সিন্ডিকেটে রাজের অভিযোগ। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। ঘটনায় আহত চারজন। গ্রেফতার ১০।
৬) ১৯ এপ্রিল, ২০২২: ফের গুলি বাঁশদ্রোণীতে। অভিযোগ সেই সিন্ডিকেট বিবাদ। আহত ২।
আরও পড়ুন, Durgapur: তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনেই ফুচকা বিক্রেতাকে পিটিয়ে খুন দুর্গাপুরে
Maoist Activity: মাওবাদী আতঙ্কে পুলিসি প্রহরার আর্জি তৃণমূল নেতাদের, শুরু বিতর্ক