বেহাল বাইপাস, বিপদ পদে পদে
ইস্টার্ণ মেট্রোপলিটান বাইপাস থেকে রুবি হাসপাতাল। টালিগঞ্জের এমজি রোড থেকে হরিদেবপুর। শহরের অন্যতম দুই গুরুত্বপূর্ণ রাস্তার খানা খন্দ ঢাকতে রাতারাতি শুরু হয়েছে প্যাচওয়ার্কের কাজ। পরিস্থিতি কিছুটা ভাল হলেও রোগ সারেনি পুরোপুরি। ফলে মোটের ওপর যানযন্ত্রণার ছবিটা তেমন বদলায়নি বলেই অভিযোগ করেছেন নিত্যযাত্রীরা।
ইস্টার্ণ মেট্রোপলিটান বাইপাস থেকে রুবি হাসপাতাল। টালিগঞ্জের এমজি রোড থেকে হরিদেবপুর। শহরের অন্যতম দুই গুরুত্বপূর্ণ রাস্তার খানা খন্দ ঢাকতে রাতারাতি শুরু হয়েছে প্যাচওয়ার্কের কাজ। পরিস্থিতি কিছুটা ভাল হলেও রোগ সারেনি পুরোপুরি। ফলে মোটের ওপর যানযন্ত্রণার ছবিটা তেমন বদলায়নি বলেই অভিযোগ করেছেন নিত্যযাত্রীরা।
ইস্টার্ণ মেট্রোপলিটান বাইপাস থেকে রুবি হাসপাতাল যাওয়ার রাস্তা। শহরের অন্যতম ব্যস্ত এই রাস্তা দিয়ে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে গাড়ি। শহরের এই ব্যস্ত তথা গুরুত্বপূর্ণ রাস্তার মাঝে মাঝেই ছিল গর্ত। একি অবস্থা তৃণমূল ভবন থেকে ইএমবাইপাস যাওয়ার রাস্তা এবং টালিগঞ্জের এমজি রোড থেকে হরিদেবপুর যাওয়ার বিস্তীর্ণ রাস্তায়। রাস্তার খানা খন্দ ঢাকতে তড়িঘড়ি শুরু হয়েছে প্যাচ ওয়ার্ক।
এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে নিত্যযাত্রী। সকলেই একবাক্যে রাস্তার বেহাল দশার কথা মেনে নিচ্ছেন। গর্ত থাকায় বর্ষায় জমা জলের সমস্যাও উঠে এসেছে। রাস্তাগুলির মেরামতির দায়িত্বে রয়েছে পুরসভা। কোনওটির আবার কেএমডিএ। খবর সম্প্রচার হওয়ায় চাপে পড়ে কিছুটা জোড়া তাপ্পি দিয়ে কাজ শুরু হয়েছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের বিটুমিন ব্যবহার করায় অল্প সময়ের মধ্যেই খারাপ হচ্ছে রাস্তার পরিস্থিতি।