পুর ভোট রক্তাক্ত হবে, আশঙ্কা বিজেপির

রক্তাক্ত হতে পারে পুরভোট। আশঙ্কা বিজেপিনেতা রাহুল সিনহার। পুরভোট সুষ্ঠুভাবে পরিচালনায় কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছে বিজেপি। পুরযুদ্ধের রণকৌশল স্থির করতে  রবিবারই নতুন একশজন সদস্যকে নিয়ে বৈঠকে বসছে রাজ্য বিজেপি।

Updated By: Oct 25, 2014, 03:34 PM IST
পুর ভোট রক্তাক্ত হবে, আশঙ্কা বিজেপির

কলকাতা: রক্তাক্ত হতে পারে পুরভোট। আশঙ্কা বিজেপিনেতা রাহুল সিনহার। পুরভোট সুষ্ঠুভাবে পরিচালনায় কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছে বিজেপি। পুরযুদ্ধের রণকৌশল স্থির করতে  রবিবারই নতুন একশজন সদস্যকে নিয়ে বৈঠকে বসছে রাজ্য বিজেপি।

বিজেপির পাখির চোখ এখন পুরভোট। শাসকদলের দুর্নীতিকেই যুদ্ধের প্রধান হাতিয়ার করে ময়দানে নেমেও পড়ছে বিজেপি নেতৃত্ব। শাসকদলকে কোনঠাসা করতে দুর্নীতি তালিকায় প্রথমেই রয়েছে সারদা কেলেঙ্কারি। তৃণমূলকে ধরাশায়ী করতে  দুর্নীতি ইস্যু যদি  হয় বিজেপির ব্রহ্মাস্ত্র তবে দ্বিতীয় মারনাস্ত্রটির নাম অবশ্যই সন্ত্রাস।

 পুরভোটে ক্ষমতা ধরে রাখতে শাসকদল একচেটিয়া সন্ত্রাস চালাবে। শুক্রবার এমনটাই অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্যসভাপতি রাহুল সিনহা। ভোটকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছেন বিজেপি নেতা।

পুরভোটের রণকৌশল স্থির করতে ময়দানে নেমে পড়ছে বিজেপির রাজ্য নেতৃত্ব। রবিবারই সদ্য বিজেপিতে যোগ দেওয়া বাছাই করা একশজনকে নিয়ে বৈঠকে বসতে চলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব।

 

.