ভোটের মুখে অব্যাহত কলকাতা থেকে কালো টাকা উদ্ধার! ৬০ লক্ষ টাকা সহ ধৃত ১
সব মিলিয়ে দু কোটির ওপর উদ্ধার করেছে পুলিস। কলকাতা থেকে বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ঘটনায় ইতিমধ্যে ইডি-কেও তথ্য পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: ভোটের মুখে ফের বিপুল পরিমাণ টাকা উদ্ধার। ঘটনায় গ্রেফতার দীনেশ লোহিয়া নামে এক ব্যক্তি। তাঁকে বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে গ্রেফতার করা লহয়। তার কাছ থেকে ৬০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। কোথা থেকে এতো টাকা নিয়ে যাচ্ছিলেন, সেবিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।
কিছু দিন আগে বউ বাজার থেকে বিপুল পরিমান টাকা উদ্ধার করে পুলিস। এক ব্যক্তি কে গ্রেফতার করেছিল ডিডি। নির্বাচনের কাজে সেই টাকা ব্যবহার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিস জানতে পেরেছে। তবে দীনেশ লোহিয়া এত টাকা কী কারণে নিয়ে যাচ্ছিল,তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
ভোটের মুখে রক্ত ঝরল মুর্শিদাবাদে, কুপিয়ে খুন করা হল তৃণমূল নেতাকে
এর আগে গত ৯ মার্চ ওয়াসিম খান নামে একজনকে নিউ মার্কেট এলাকা থেকে গ্রেফতার করেছিল পুলিস। তার কাছ থেকে উদ্ধার হয় ৮৭ লক্ষ টাকা।
শেষ এক মাসে এই নিয়ে মোট পাঁচ বার বিপুল পরিমাণ টাকা উদ্ধার হল।
বাবুল বাচ্চা ছেলে', আসানসোল মাতিয়ে বললেন মুনমুন সেন
সব মিলিয়ে দু কোটির ওপর উদ্ধার করেছে পুলিস। কলকাতা থেকে বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ঘটনায় ইতিমধ্যে ইডি-কেও তথ্য পাঠানো হয়েছে।