Fake Vaccine Case: দেবাঞ্জন-সহ ৮ অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ কলকাতা পুলিসের

২ মাস পর চার্জশিট জমা পড়ল আলিপুর আদালতে।

Updated By: Aug 26, 2021, 06:39 PM IST
Fake Vaccine Case: দেবাঞ্জন-সহ ৮ অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ কলকাতা পুলিসের

নিজস্ব প্রতিবেদন: খুনের চেষ্টা, প্রতারণা, বিপর্যয় মোকাবিলার আইন-সহ ১৪টি ধারায় মামলা। কসবা ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে চার্জশিট পেশ করল কলকাতা পুলিসের বিশেষ তদন্তকারী দল বা SIT। মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব-সহ ৮ অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আলিপুর আদালতে। বয়ান নেওয়া হয়েছে ১৩১ জনের।

কসবার একটি ক্যাম্প থেকে টিকা নিয়েছিলেন। কিন্তু সার্টিফিকেট পাননি। এ রাজ্যে ভুয়ো ভ্য়াকসিনকাণ্ডের পর্দাফাঁস করেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবকে গ্রেফতার করে পুলিস। স্রেফ ভুয়ো টিকাই দেওয়াই নয়, দেবাঞ্জন নিজেকে আইএএস অফিসার বলেও পরিচয় দিত বলে অভিযোগ। এরপর ধরা পড়ে আরও অনেকে। তদন্ত যত এগিয়েছে, উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শেষপর্যন্ত ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করে লালবাজার। চার্জশিট পেশ করতে সময় লাগল ২ মাস।

আরও পড়ুন: Mamata: ডাক্তারদের অভাব পূরণ করতে প্র্যাকটিশনার সিস্টার, নার্সদের পদোন্নতির বড় ঘোষণা

এদিকে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে সিবিআই তদন্তে আবার চারটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। সবকটি মামলাই অবশ্য খারিজ হয়ে যায়। আদালতের পর্যবেক্ষণ, 'এটা বিরল অপরাধ। দেবাঞ্জন কীভাবে এমন ঘটনা  ঘটাল, তা আশ্চর্যের'। জল গড়ায় দিল্লিতেও। সিবিআই বা কোনও কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করানো আর্জি জানিয়ে তৎকালীন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে চিঠি লেখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই চিঠির প্রেক্ষিতে কেন্দ্রের স্বাস্থ্যসচিবের কড়া চিঠি পৌঁছয় নবান্নে। রাজ্যকে ২ দিনের মধ্য়ে নিজেদের অবস্থান জানাতে বলা হয়।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.