দীপাবলির রাতে ব্যাপক ধরপাকড় করল কলকাতা পুলিস

দীপাবলির রাতে শহর শান্ত রাখতে ব্যাপক ধরপাকড় করল কলকাতা পুলিস। লালবাজার সূত্রে খবর পাওয়া গিয়েছে যে, নিষিদ্ধ শব্দবাজির ফাটানোর অভিযোগ চারশো সতেরো জনকে গ্রেফতার করা হয়েছে। অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিনশো তিরাশি জনকে। আটক হয়েছে দুশো বিরানব্বই কেজি শব্দবাজি।

Updated By: Oct 31, 2016, 05:07 PM IST
দীপাবলির রাতে ব্যাপক ধরপাকড় করল কলকাতা পুলিস

ওয়েব ডেস্ক: দীপাবলির রাতে শহর শান্ত রাখতে ব্যাপক ধরপাকড় করল কলকাতা পুলিস। লালবাজার সূত্রে খবর পাওয়া গিয়েছে যে, নিষিদ্ধ শব্দবাজির ফাটানোর অভিযোগ চারশো সতেরো জনকে গ্রেফতার করা হয়েছে। অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিনশো তিরাশি জনকে। আটক হয়েছে দুশো বিরানব্বই কেজি শব্দবাজি।

আরও পড়ুন ৩০ অক্টোবর যে তিন কারণে এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট

অন্যদিকে, বাজি ফাটানোকে কেন্দ্র করে দুই ক্লাবের সংঘর্ষ। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে, দীপাবলির রাতে উত্তপ্ত হল দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকা। বকুলতলায় মুক্তদল ক্লাবের ছেলেদের সঙ্গে পটুয়াপাড়ার ছেলেদের মারামারি হয়। দুপক্ষের কয়েকজন আহত হয়েছেন। ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন কলকাতার বিমানযাত্রীদের জন্য সুখবর!

.