পাড়ুই মামলার শুনানির টানটান মুহূর্ত, কোর্ট রুমের TIME LINE
বৃহস্পতিবার পাড়ুই মামলার শুনানি শুরু থেকেই ছিল উত্তেজনায় টানটান। পুলিশ অনুব্রতকে গ্রেফতার না করায় আদালত যে ক্ষুব্ধ তা স্পষ্ট হয়ে যায় বিচারপতি দীপঙ্কর দত্তের বক্তব্যে। একসময় বিচারপতি বলে ওঠেন ,অনুব্রতকে গ্রেফতার করার সাহস পাচ্ছেন না ডিজি। কারণ, অভিযুক্তের মাথায় রয়েছে খোদ মুখ্যমন্ত্রীর হাত।
বৃহস্পতিবার পাড়ুই মামলার শুনানি শুরু থেকেই ছিল উত্তেজনায় টানটান। পুলিশ অনুব্রতকে গ্রেফতার না করায় আদালত যে ক্ষুব্ধ তা স্পষ্ট হয়ে যায় বিচারপতি দীপঙ্কর দত্তের বক্তব্যে। একসময় বিচারপতি বলে ওঠেন ,অনুব্রতকে গ্রেফতার করার সাহস পাচ্ছেন না ডিজি। কারণ, অভিযুক্তের মাথায় রয়েছে খোদ মুখ্যমন্ত্রীর হাত।
বৃহস্পতিবার দুপুর তিনটে। শুরু হল পাড়ুই মামলার শুনানি। আগের নির্দেশ অনুযায়ী ডিজির পাঠানো সিডি ও রিপোর্ট বিচারপতির হাতে তুলে দেন সরকারি আইনজীবী।......
বিচারপতি রিপোর্টের একটি অংশ মার্ক করে বলেন এটা দেখুন।
সংবাদপত্র পড়েছেন? ছবিটা কি সঠিক?
সরকারি আইনজীবী :হ্যাঁ ছবি দেখেছি।
বিচারপতি: মাননীয় মুখ্যমন্ত্রী অভিযুক্তের সঙ্গে একই মঞ্চে ছিলেন। এবিষয়ে আপনি কি বলেন? এটা কি ইঙ্গিত দেয়?একজন বোমা মারার কথা বললেন আর তারপরও তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন?
সরকারি আইনজীবী...রাজনৈতিক ব্যক্তির কিছু বাধ্যবাধকতা থাকে।
গোটা পৃথিবীতে এমন অনেক বিখ্যাত নেতা আছেন যাঁরা নানান মন্তব্য করেছেন। কিন্তু তাঁরা ভালো মানুষ।
বিচারপতি: একটা উদাহরণ দিন যেখানে নেতা বলছেন পুলিশকে বোম মেরে উড়িয়ে দিন। আমরা কি সুরক্ষিত?
আইনজীবী... আমি এটা বলতে চাইনি...আমাকে এ ব্যাপারে জেনে বলতে হবে।
বিচারপতি: যখন আমি একটি নির্দেশ দিয়েছি তারপরও মুখ্যমন্ত্রী অভিযুক্তের সঙ্গেএকই মঞ্চে থাকেন তখন ডিজি কিভাবে সাহস পাবেন তাঁকে গ্রেফতার করার?
এটা কি বার্তা যাবে।
সরকারী আইনজীবী... এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিচারপতি .. আপনি যেগুলো পদক্ষেপ মনে করছেন আদালত সেগুলো মনে করছে না।তাই আমার মনে হয়েছে সিট এই তদন্ত ঠিকমতো করছে না।কাল ডিজিকে আদালতে সকলের মাঝে থাকতে হবে।