Kolkata: জিনিস কিনছিলেন ক্রেতা, মাথায় ভেঙে পড়ল পুরবাজারের সিলিং!

স্থানীয় কাউন্সিলর আশ্বাস দিয়েছেন, সিলিংয়ের বিপজ্জনক অংশ প্রথমে ভেঙে ফেলা হবে। তারপর দ্রুত সারিয়ে ফেলা হবে।  

Updated By: Jul 4, 2022, 03:50 PM IST
Kolkata: জিনিস কিনছিলেন ক্রেতা, মাথায় ভেঙে পড়ল পুরবাজারের সিলিং!
নিজস্ব চিত্র

অয়ন ঘোষাল: মুদিখানার দোকানে দাঁড়িয়ে বাজার করছিলেন প্রৌঢ়। ঠিক সেই সময়ই পুরসভার বাজারে ঘটল বিপত্তি। মধ্যবয়সী ক্রেতার মাথায় ভেঙে পড়ল বাজারের সিলিংয়ের একাংশ। কলকাতা পুরসভার ৬৪ নম্বর ওয়ার্ডের পুর বাজারে দুর্ঘটনাটি ঘটে।

এই ঘটনার জেরে আহত হন বিলাল খান নামে ওই ক্রেতা। তাঁর বয়স ৪৫ বছর। মাথায় চাঙর ভেঙে পড়ে গুরুতর আহত হন তিনি। মাথায় গভীর চোট লাগে তাঁর। সকালে বাজার করতে গিয়েছিলেন তিনি। মুদিখানা দোকানে দাঁড়িয়ে কেনাকাটা করছিলেন। সেইসময়-ই বিনা মেঘে বজ্রপাতের মত বিপদের মুখে পড়েন বিলাল খান।

সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দা, বাজারে উপস্থিত অন্যরা ও ব্যবসায়ীদের সাহায্যে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত ওই ব্যক্তিকে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বিপন্মুক্ত। তবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। এই ঘটনার পর স্থানীয় কাউন্সিলর আশ্বাস দেন যে, সিলিংয়ের বিপজ্জনক অংশ প্রথমে ভেঙে ফেলা হবে। তারপর দ্রুত সারিয়ে ফেলা হবে।  

আরও পড়ুন, Covid Fourth Wave: হাতে হাতে মাস্ক, ধরে ধরে RT-PCR, করোনার চতুর্থ ঢেউ রুখতে তৎপর দক্ষিণ দমদম পুরসভা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.