পুরভোট সামনেই, কোষাগার ভরাতে সম্পত্তি কর আদায়ে মরিয়া কলকাতা পুরসভা

সম্পত্তি করের ৪০ শতাংশ টাকা এখনও অনাদায়ী। ৪ হাজার ৭০০ কোটি টাকারও বেশি সম্পত্তি কর পড়ে রয়েছে বাজারে। বকেয়া করের অধিকাংশ অনাদায়ী করদাতা উচ্চবিত্ত

Updated By: Dec 8, 2019, 05:34 PM IST
পুরভোট সামনেই, কোষাগার ভরাতে সম্পত্তি কর আদায়ে মরিয়া কলকাতা পুরসভা
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: সামনের বছরেই পুরভোট।  কোষাগার ভরাতে  সম্পত্তি কর আদায়ে মরিয়া কলকাতা পুরসভা। ফ্ল্যাট মালিকদের থেকে  বকেয়া কর আদায়ে ময়দানে নামবেন এবার স্থানীয় কাউন্সিলররাই। আবাসন মালিকদের সঙ্গে একান্তে বৈঠক করবেন । উল্টোডাঙার বত্রিশ নম্বর ওয়ার্ড দিয়েই শুরু হয়ে গেল পুরসভার সম্পত্তি কর আদায় অভিযান।

শহরের অলিতে গলিতেও এখন বিলাস বহুল আবাসন। জমি কিনে বাড়ির হ্যাপা তৈরির অনেক। তাই ফ্ল্যাটের দিকেই ঝোক বেশি শহুরে মানুষের।ব্যাঙের ছাতার মতো ফ্ল্যাট গজালেও পুরসভার কোষাগারে জমা পড়ছে না সম্পত্তি করের টাকা। পুরসভার পরিসংখ্যান বলছে,

সম্পত্তি করের ৪০ শতাংশ টাকা এখনও অনাদায়ী। ৪ হাজার ৭০০ কোটি টাকারও বেশি সম্পত্তি কর পড়ে রয়েছে বাজারে। বকেয়া করের অধিকাংশ অনাদায়ী করদাতা উচ্চবিত্ত। বছর ঘুরলেই পুরো নির্বাচন। কাউকেই না চটিয়ে মসৃণভাবেই বকেয়া সম্পত্তি কর তুলতে চাইছে পুরসভা। কাউন্সিলররাই বোঝাবেন, বকেয়া কর মেটালে জরিমানায় ৯৯ শতাংশ ছাড় মিলবে। সুদের ওপরেও ছাড় থাকবে ৫০ শতাংশ।

আরও পড়ুন- আরজি কর-এ রক্ত পরীক্ষার জন্য টাকা নেওয়া হতো, তদন্তে উঠে এল সত্য

রবিবার থেকেই কাজ শুরু করেদিলেন উল্টোডাঙার বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। স্থানীয় তিনটি আবাসনের মালিকদের সঙ্গে বকেয়া কর মেটানোর আর্জি নিয়ে বৈঠক করলেন তিনি। একদিকে দলের কোষাগার ভরানো, অন্যদিকে জনসংযোগ। কাউন্সিলরদের এই কাজে নিয়োগ করে এক ঢিলে দুই পাখিই মারতে চাইছে শাসকদল।

.