আত্মহত্যা রুখতে জীবনমুখী গান মেট্রোরেলে

প্রায়ই শোনা যায় মেট্রোয় আত্মহত্যা। ট্রেন চলাচল বিঘ্ন, নিত্যযাত্রীর হেনস্তা আর সবথেকে বড় কথা রেল কতৃপক্ষের উদাসনীতার অভিযোগ উঠে আসে। সমীক্ষা বলছে বেশিরভাগ মানুষের আত্মহত্যার প্রবণতা হতাশা থেকে। আর এর দাওয়াই দিতে একেবারে জীবনমুখী গান! ভালই ওষুধে কাজ করবে তা নিয়ে আশাবাদী রেল কতৃপক্ষ।

Updated By: Jun 8, 2014, 01:53 PM IST

প্রায়ই শোনা যায় মেট্রোয় আত্মহত্যা। ট্রেন চলাচল বিঘ্ন, নিত্যযাত্রীর হেনস্তা আর সবথেকে বড় কথা রেল কতৃপক্ষের উদাসনীতার অভিযোগ উঠে আসে। সমীক্ষা বলছে বেশিরভাগ মানুষের আত্মহত্যার প্রবণতা হতাশা থেকে। আর এর দাওয়াই দিতে একেবারে জীবনমুখী গান! ভালই ওষুধে কাজ করবে তা নিয়ে আশাবাদী রেল কতৃপক্ষ।

তবে বলাবাহুল্য মেট্রোরেলে আত্মহত্যা ঠেকাতে নয়া উদ্যোগ নিতে চলেছে কর্তৃপক্ষ। সচেতনতা বাড়াতে জীবনমুখী গীতিনাট্যের সাহায্য নিতে চলেছেন তাঁরা। দ্রুতই বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্মে সরাসরি শোনা যাবে বাউল গান, দেখা যাবে গীতিনাট্য। হতাশা কাটিয়ে জীবনে ফিরে আসার মন্ত্র। সেই মন্ত্রই এবার যাত্রীদের দিতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কথা বলে

.