দৌড়ল শহর

ক্যান্সার, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াল কলকাতা। আজ সকালে ম্যারাথন দৌড়ে অংশ নিলেন কয়েক হাজার মানুষ। মশাল জ্বালিয়ে দৌড়ের সূচনা করেন রাজ্যপাল এমকে নারায়ণন। উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি, নগরপাল সুরজিত পুরকায়স্থ।

Updated By: Jan 5, 2014, 04:24 PM IST

ক্যান্সার, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াল কলকাতা। আজ সকালে ম্যারাথন দৌড়ে অংশ নিলেন কয়েক হাজার মানুষ। মশাল জ্বালিয়ে দৌড়ের সূচনা করেন রাজ্যপাল এমকে নারায়ণন। উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি, নগরপাল সুরজিত পুরকায়স্থ।

ক্যান্সার , থ্যালাসেমিয়ায় আক্রান্ত দেশের বহু শিশু। বহু পরিবারেরই ক্ষমতা নেই ব্যয়বহুল চিকিত্সা চালিয়ে যাওয়ার। ক্যান্সার ও থ্যালাসেমিয়া আক্রান্ত দুঃস্থ শিশুদের পাশে দাঁড়াল কলকাতা। এই শিশুদের সাহায্যের জন্য রবিবার আয়োজন করা হল কলকাতা ম্যারাথনের। রেড রোডে মশাল জ্বালিয়ে দৌড়ের সূচনা করেন রাজ্যপাল এম কে নারায়ণ। উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি, নগরপাল সুরজিত্‍ করপুরকায়স্থ, উষা উত্থুপ, মন্ত্রী অরূপ বিশ্বাস ।

সচেতনতা বাড়ানোর এই ম্যারাথন দৌড়ে পা মেলান কয়েক হাজার মানুষ। দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ানোর শপথ নিল কলকাতা।

.