মিঠেকড়া রোদ পিঠে মাখার প্রস্তুতি নিচ্ছে কলকাতা
নিম্নচাপ অক্ষরেখায় আটকে উত্তুরে হাওয়া। তবে শীতের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কলকাতায়। প্রতিবারের মতো এবারেও সোয়েটার, শাল, আলোয়ানের পসরা নিয়ে ভিন রাজ্য থেকে হাজির বিক্রেতারা। হেদুয়া থেকে শুরু করে ওয়েলিংটন, সর্বত্রই নতুন কালেকশন নিয়ে ক্রেতাদের অপেক্ষায় তাঁরা।
নিম্নচাপ অক্ষরেখায় আটকে উত্তুরে হাওয়া। তবে শীতের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কলকাতায়। প্রতিবারের মতো এবারেও সোয়েটার, শাল, আলোয়ানের পসরা নিয়ে ভিন রাজ্য থেকে হাজির বিক্রেতারা। হেদুয়া থেকে শুরু করে ওয়েলিংটন, সর্বত্রই নতুন কালেকশন নিয়ে ক্রেতাদের অপেক্ষায় তাঁরা।
সোয়েটার, শাল বাড়িতে যতোই থাক, শীত পড়ে গেলে গরম জামার নতুন কালেকশন খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন অনেকে। ছোট থেকে বড়ো, সকলেই সাজতে চান মাননসই শীতের পোষাকে। তাই শীত সেভাবে পড়তে না পড়তেই , ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে প্রতিবারের মতো এবারেও গরম জামার পসরা নিয়ে কলকাতায় এসেছে ভিনরাজ্যের পোশাক ব্যবসায়ীরা।
রাস্তার ফুটপাত জুড়ে চলছে কেনাকাটার পালাও। কবে জাঁকিয়ে শীত পড়বে, কবে মিঠেকড়া রোদ পিঠে মাখবে শহরবাসী। চলছে তারই অপেক্ষা। আর জাঁকিয়ে শীত পড়লে তাদের ব্যবসাও ভালো হবে, আশায় ভিনরাজ্য থেকে আসা ব্যবসায়ীরা।