গয়না নিয়ে চম্পট

পালিসের নাম করে বাড়ি থেকে সোনার গয়না নিয়ে উধাও হল ২ যুবক। ঘটনাটি ঘটেছে বউবাজার থানা এলাকার মদনমোহন বড়াল লেনে।

Updated By: Apr 26, 2012, 09:17 PM IST

পালিসের নাম করে বাড়ি থেকে সোনার গয়না নিয়ে উধাও হল ২ যুবক। ঘটনাটি ঘটেছে বউবাজার থানা এলাকার মদনমোহন বড়াল লেনে।
বৃহস্পতিবার বেলা একটা নাগাদ ওই এলাকার একটি বাড়িতে দুই যুবক এসে সোনার গয়না পালিস করার কথা বলে। সেসময় বাড়িতে ছিলেন গৃহকর্ত্রী ও তার মেয়ে শর্মিষ্ঠা দাস। মেয়ে শর্মিষ্ঠা দাসকে পালিসের জন্য তার গলার চেন, কানের দুল ও আঙটি খুলে দিতে বলে যুবকেরা। গয়না খুলে দিতেই সেই গয়না নিয়ে চম্পট দেয়  ২ যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে বউবাজার থানার পুলিস।

.