ছুটির দিনে সিআইডি দফতরে আগুন

ভবানী ভবনের সিআইডি দফতরে আগুন। আজ সকাল পৌনে দশটা নাগাদ ভবানী ভবনের চারতলায় ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। তবে রবিবার হওয়ায় বেশি কর্মী হাজির ছিলেন না। কয়েকটি চেয়ার টেবিল এবং তিনটি এসি ভস্মীভূত হলেও কোনও নথি পুড়ে যায়নি বলে জানা গেছে।

Updated By: Jan 19, 2014, 03:31 PM IST

ভবানী ভবনের সিআইডি দফতরে আগুন। আজ সকাল পৌনে দশটা নাগাদ ভবানী ভবনের চারতলায় ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। তবে রবিবার হওয়ায় বেশি কর্মী হাজির ছিলেন না। কয়েকটি চেয়ার টেবিল এবং তিনটি এসি ভস্মীভূত হলেও কোনও নথি পুড়ে যায়নি বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান স্পেশাল আইজি সিআইডি দময়ন্তী সেন এবং এডিজি সিআইডি শিবাজী ঘোষসহ অন্যান্য পদস্থ পুলিসকর্তারা। আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান দমকলের।

.