জটিল অস্ত্রোপচারে আবারও সাফল্য কলকাতার চিকিত্সকদের

আবার জটিল অস্ত্রোপচারে সাফল্য পেলেন মেডিকেল কলেজের চিকিত্‍সকরা। হৃদরোগে আক্রান্ত হয়ে মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন যাদবপুরের বাসিন্দা রুবি মজুমদার। চিকিত্‍সকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। তাঁদের প্রয়াস সফল হন। এর আগেও এই ধরনের দুটি অসফল অস্ত্রোপচার হয় মেডিকেল কলেজে।

Updated By: Nov 5, 2011, 07:42 PM IST

আবার জটিল অস্ত্রোপচারে সাফল্য পেলেন মেডিকেল কলেজের চিকিত্‍সকরা। হৃদরোগে আক্রান্ত হয়ে মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন যাদবপুরের বাসিন্দা রুবি মজুমদার। চিকিত্‍সকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। তাঁদের প্রয়াস সফল হন। এর আগেও এই ধরনের দুটি অসফল অস্ত্রোপচার হয় মেডিকেল কলেজে। সেকারণেই এবারের সাফল্যকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন চিকিত্সকরা।  ফের জটিল অস্ত্রপোচারে সাফল্য পেল মেডিকেল কলেজ হাসপাতাল। অক্টোবরের পঁচিশ তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে মেডিকেল কলেজে ভর্তি হন রুবি মজুমদার। তার দুটি নিলয়ের মাঝের প্রাচীরে ছিদ্র হয়ে যায়। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিত্সকরা। কিন্তু রুবি দেবীর বয়স এবং ডায়াবেটিসের কারনে  খুবই জটিল ছিল অস্ত্রোপচার। এর আগে সরকারি হাসপাতালে এধরনের অস্ত্রোপচার হয়নি বলেই দাবি চিকিত্সকদের। অস্ত্রোপচারের পর সম্পূর্ণ সুস্থ যাদবপুরের বাসিন্দা রুবি মজুমদার। এর আগেও এই ধরনের দুটি অসফল অস্ত্রোপচার হয় মেডিকেল কলেজে। সেকারণেই এবারের সাফল্যকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন চিকিত্সকরা। শহরের বেসরকারি হাসপাতালে এধরনের অস্ত্রোপচারের নজির রয়েছে। তবে সেক্ষেত্রে চিকিত্‍সার খরচ অনেক বেশি।   

.