গঙ্গা দূষণ রোধে গতকাল রাত থেকেই চলছে প্রতিমার কাঠামো সরানোর কাজ

গঙ্গা দূষণ রোধে তত্পর কলকাতা পুরসভা। হাইকোর্টের নির্দেশ মেনে গতকাল রাত থেকেই শুরু হয়েছে প্রতিমার কাঠামো সরিয়ে ফেলার কাজ। কাল রাত পর্যন্ত বাড়ির ঠাকুর বিসর্জন হয়েছে। আজ সকালে তাই তত্পরতার সঙ্গে পুরকর্মীরা ঘাট পরিস্কার করার কাজে নেমে পড়েছেন। আজ গঙ্গার ঘাটে কোনও বিসর্জন হচ্ছে না। ফলে সকালে ঘাটের চেহারা এখন অনেকটাই পরিস্কার পরিচ্ছন্ন।

Updated By: Oct 12, 2016, 11:28 AM IST
গঙ্গা দূষণ রোধে গতকাল রাত থেকেই চলছে প্রতিমার কাঠামো সরানোর কাজ

ওয়েব ডেস্ক: গঙ্গা দূষণ রোধে তত্পর কলকাতা পুরসভা। হাইকোর্টের নির্দেশ মেনে গতকাল রাত থেকেই শুরু হয়েছে প্রতিমার কাঠামো সরিয়ে ফেলার কাজ। কাল রাত পর্যন্ত বাড়ির ঠাকুর বিসর্জন হয়েছে। আজ সকালে তাই তত্পরতার সঙ্গে পুরকর্মীরা ঘাট পরিস্কার করার কাজে নেমে পড়েছেন। আজ গঙ্গার ঘাটে কোনও বিসর্জন হচ্ছে না। ফলে সকালে ঘাটের চেহারা এখন অনেকটাই পরিস্কার পরিচ্ছন্ন।

আরও পড়ুন জীবনের ১৮ নম্বর A মার্কা পুজোটাও এসে গেল

অন্যদিকে, এবার বিসর্জনের আগে সেরা ঠাকুরগুলি দেখার বিশেষ ব্যবস্থা করেছে রাজ্য সরকার। চোদ্দ তারিখ রেড রোডে আয়োজন করা হয়েছে শোভাযাত্রার।  বিসর্জনের আগে সেখান থেকেই দেখে নেওয়া যাবে সেরা ঠাকুরগুলি।

আরও পড়ুন আতঙ্কের নাম যখন ঘুড়ি

.