কলকাতায় দিনের ঠাণ্ডা এখন রাতকেও চ্যালেঞ্জ দিচ্ছে
আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস মিলে গিয়ে আজও দক্ষিণবঙ্গ জুড়ে হাড় কাপানো শীত । সঙ্গে চলছে উত্তুরে হাওয়া। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
Updated By: Jan 16, 2014, 12:06 PM IST
আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস মিলে গিয়ে আজও দক্ষিণবঙ্গ জুড়ে হাড় কাপানো শীত । সঙ্গে চলছে উত্তুরে হাওয়া। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
অন্যদিকে, গতকাল সারাদিন রোদের দেখা না মেলায় সর্বোচ্চ তাপমাত্রা পৌছে যায় ১৯ .৮ ডিগ্রি সেলসিয়াসে। যা ছিল স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। আজও সর্বোচ্চ তাপমাত্রা একইরকম থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামি চব্বিশ ঘণ্টা পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।