এবারের বইমেলা সুনীল, হুমায়ূনের
এপার যখন সুনীল শূন্য ওপারে তখন হুমায়ূনের বিদায়। গত বছর দুই বাংলা হারিয়েছে সাহিত্যের দুই দিকপালকে। তবুও, এবারের কলকাতা বইমেলায় দু`জনেই উপস্থিত। হুমায়ূন আহমেদের বিপুল সৃষ্টির খোঁজে বাংলাদেশ স্টলের সামনে ভিড় জমাচ্ছেন অসংখ্য হুমায়ূন অনুরাগী। আর প্রথম দিনেই সুনীল সৃষ্টির খোঁজে বিভিন্ন স্টলে লম্বা লাইন।
এপার যখন সুনীল শূন্য ওপারে তখন হুমায়ূনের বিদায়। গত বছর দুই বাংলা হারিয়েছে সাহিত্যের দুই দিকপালকে। তবুও, এবারের কলকাতা বইমেলায় দু`জনেই উপস্থিত। হুমায়ূন আহমেদের বিপুল সৃষ্টির খোঁজে বাংলাদেশ স্টলের সামনে ভিড় জমাচ্ছেন অসংখ্য হুমায়ূন অনুরাগী। আর প্রথম দিনেই সুনীল সৃষ্টির খোঁজে বিভিন্ন স্টলে লম্বা লাইন।
গতবছর জুলাইয়ে সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন সাহিত্যিক হুমায়ূন আহমেদ। কিন্তু, থেকে গিয়েছে তাঁর বিপুল সৃষ্টি সম্ভার। সেইসব মণি মানিক্যের খোঁজে বাংলাদেশ থিম প্যাভেলিয়নের সামনে লম্বা লাইন হুমায়ূন অনুরাগীদের। হিমু সমগ্র কিংবা মিশির আলির পাশাপাশি, পাঠকের মন কাড়ছে তাঁর লেখা সায়েন্স ফিকশন।
একই ছবি সুনীলের ক্ষেত্রেও। তিনিও চলে গেছেন মাসখানেক আগে। কিন্তু তাঁর প্রবল উপস্থিতি গোটা বইমেলা জুড়ে।