পুজোর আগে হাত পড়েছিল রাস্তায়, আবার বৃষ্টিতে রাস্তা যেন মরণফাঁদ
পুজোর আগে তড়িঘড়ি রাস্তা সারাইয়ে নেমেছিল পুরসভা। পিচ ঢেলে ভরাট হয়েছিল রাস্তার বড় বড় গর্ত। কিন্তু পুজো কাটতে না কাটতেই রাস্তা আবার মরণফাঁদ। যান চলাচল দূরের কথা অধিকাংশ রাস্তায় এখন হাঁটাই দায়।
পুজোর আগে তড়িঘড়ি রাস্তা সারাইয়ে নেমেছিল পুরসভা। পিচ ঢেলে ভরাট হয়েছিল রাস্তার বড় বড় গর্ত। কিন্তু পুজো কাটতে না কাটতেই রাস্তা আবার মরণফাঁদ। যান চলাচল দূরের কথা অধিকাংশ রাস্তায় এখন হাঁটাই দায়।
কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তা। তারাতলা রোড। বেসব্রিজ, নেচার পার্ক, মেটিয়াবুরুজ হয়ে গার্ডেন রিচ পর্যন্ত বিস্তৃত এই রাস্তা। অজস্র খানা খন্দে ভরা এই রাস্তায় গাড়ি চালানো তো দূরস্ত হাঁটাই কষ্ট।
পুজোর সময় পুরসভার উদ্যোগে শুরু হয়েছিল রাস্তা সারাইয়ের কাজ। পুজো মিটতেই বর্ষার দাপটে পিচ উঠে রীতিমত কঙ্কালসার চেহারা হয়েছে এই রাস্তার। স্থানীয়রা বলছেন, ট্রেলার থেকে শুরু করে অটো।সারাক্ষণই চলাচল করে এই রাস্তায়। তাই জোড়াতালি নয়, স্থায়ী সমাধান চান বাসিন্দারা।