সাধারণের কথা ভেবে প্রথম ৪ ধাপে মেট্রোর ভাড়া কমালেন অধীর, শেষ ২ পর্যায়ে ভাড়া অপরিবর্তিত

আধিকারিকদের তলব দিয়ে মেট্রো রেলের নতুন ভাড়ায় ফেরবদল ঘটালেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। ভাড়া বৃদ্ধির প্রয়োজন অনুভব করলেও সম্প্রতি যে ভাড়া বৃদ্ধি হয় তা লাগাম ছাড়া, একথা অনুভব করে ও সাধারণ মানুষের কথা বিবেচনা করেই এই ফের একবার ভাড়ার তালিকায় পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধীর চৌধুরী।

Updated By: Oct 15, 2013, 08:38 PM IST

আধিকারিকদের তলব দিয়ে মেট্রো রেলের নতুন ভাড়ায় ফেরবদল ঘটালেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। ভাড়া বৃদ্ধির প্রয়োজন অনুভব করলেও সম্প্রতি যে ভাড়া বৃদ্ধি হয় তা লাগাম ছাড়া, একথা অনুভব করে ও সাধারণ মানুষের কথা বিবেচনা করেই এই ফের একবার ভাড়ার তালিকায় পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধীর চৌধুরী।
নতুন ভাড়ার তালিকা:
৫ কিলোমিটার পর্যন্ত ভাড়া হচ্ছে ৫টাকা
৫ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত ভাড়া হচ্ছে ১০ টাকা
১১ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত ভাড়া হচ্ছে ১৫ টাকা
২০ থেকে ২৪ কিলোমিটার পর্যন্ত ভাড়া হচ্ছে ২০ টাকা
গত ৮ অক্টোবর মেট্রো রেলের ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই দফায় ভাড়ার তালিকা ছিল:
২ কিলোমিটার পর্যন্ত ভাড়া হবে ৫ টাকা
২ থেকে ৬ কিলোমিটার পর্যন্ত ভাড়া হবে ১০ টাকা
৬ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত ভাড়া হবে ১৫ টাকা
১২ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত ভাড়া হবে ২০ টাকা
তবে শেষ দুই পর্যায়ে বর্দ্ধিত ভাড়ার কোনও বদল হচ্ছে না
২৪ থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত ভাড়া ২৫ টাকা
৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত ভাড়া ৩০ টাকা
সিদ্ধান্ত হয়েছে বর্ধিত ভাড়ার লাগু হবে কালীপুজোর পর। এরআগে ঘোষণা হয়েছিল আগের বাড়তি ভাড়া নেওয়া হবে ১৮ অক্টোবর থেকে।

.