বাংলার 'খেলা হবে' এবার জাতীয়, লোকসভা ভোটের আগে আসছে হিন্দি সংস্করণ

হিন্দিতে আসছে 'খেলা হবে' গান।

Updated By: Jul 17, 2021, 10:56 PM IST
বাংলার 'খেলা হবে' এবার জাতীয়, লোকসভা ভোটের আগে আসছে হিন্দি সংস্করণ

প্রবীর চক্রবর্তী: ভোটের আগে জমে উঠেছিল তৃণমূলের 'খেলা হবে' স্লোগান। গান বেঁধেছিলেন দলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। বাংলায় খেলা জেতার পর এবার বড় ময়দানে 'জাতীয় খেলা'। বড় খেলার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। তারই অংশ হিসেবে আসতে চলেছে 'খেলা হবে' স্লোগানের হিন্দি সংস্করণ।             

ভোটের প্রচারে প্রতিটি জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যেত, 'কি খেলা হবে তো?'  উপস্থিত জনতার থেকে সমস্বরে জবাব আসত,'হ্যাঁ'। সভা শেষে স্থানীয় তৃণমূল কর্মীকে ফুটবলও উপহার দিতেন নেত্রী। এর সঙ্গে তৃণমূলের প্রতিটি সভা-সমাবেশে বেজেছে 'খেলা হবে' গান। এই গানটি বেঁধেছিলেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। সেই খেলা হবেই উত্তরপ্রদেশে দেওয়ালে হয়ে উঠেছে 'খেলা হই'। তৃণমূল নেতারা বলছেন,'খেলা হবে' এবার গোটা দেশেই। তাই হিন্দিতে আসছে 'খেলা হবে' গান। এটিও লিখছেন দেবাংশু।   
           
Zee ২৪ ঘণ্টাকে দেবাংশু বলেন,'সারা দেশ থেকে আমার কাছে আবেদন আসছে। সবে লেখা শুরু করেছি। হিন্দি আমার মাতৃভাষা নয় তাই সময় লাগছে। দরকারে অন্যদের সাহায্যও নেব। ইচ্ছে আছে ২০২৩ সালের ডিসেম্বর নাগাদ প্রকাশ করব। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস ও ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি থাকবে গানে। আশা করব দেশবাসী গ্রহণ করবেন।' হিন্দি সংস্করণে কি খেলা হবে থাকবে না খেলা হই হবে? ভাঙতে চাইলেন না দেবাংশু। তাঁর কথায়, 'জয় শ্রী রামের পাল্টা খেলা হবে স্লোগান দিয়েছিলাম। হিন্দিতে কী রকম হবে, এখনই বলছি না। এটুকু বলতে পারি, বাংলার মাটিতে খেলা হবে সফল হতে দেখেছেন, গোটা দেশের মানুষের মুখে মুখেও এবার ঘুরবে খেলা হবে। স্রষ্টা হিসেবে এ আমার বিশ্বাস।'

আরও পড়ুন- মোদী-শাহের ঘরেই এবার Mamata-র ভাষণ, তৃণমূলের একুশ গুজরাটের ৩২ জেলায়

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
        

.