খাদ্য সাথী প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

রেডরোডের মঞ্চ থেকে খাদ্য সাথী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী।  এই প্রকল্পের জেরে রাজ্যের সাত কোটি উনপঞ্চাশ লক্ষ মানুষকে খাদ্য সুরক্ষার আওতায় আনবে রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় থাকা মানুষ মাসে দু টাকা কিলো দরে চাল ও গম পাবেন।

Updated By: Jan 27, 2016, 05:54 PM IST
খাদ্য সাথী প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক: রেডরোডের মঞ্চ থেকে খাদ্য সাথী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী।  এই প্রকল্পের জেরে রাজ্যের সাত কোটি ৪৯ লক্ষ মানুষকে খাদ্য সুরক্ষার আওতায় আনবে রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় থাকা মানুষ মাসে দু টাকা কিলো দরে চাল ও গম পাবেন।

জঙ্গলমহলের বাসিন্দা
 চা বাগান শ্রমিক
 আয়লা বিধ্বস্ত মানুষ
 সিঙ্গুরের অনিচ্ছুক কৃষক

গত চার বছর ধরে দু টাকা কেজি দরে চাল পাচ্ছিলেন এঁরা সকলেই। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন রাজ্যের ৮২ শতাংশ মানুষও। প্রকল্পের নাম খাদ্য সাথী।

রেডরোডের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। ৭ কোটি ৪৯ লক্ষ মানুষ এই প্রকল্পের আওতায় আসবেন।

খাদ্যসাথী কী?

এই প্রকল্পের আওতাভুক্তরা  মাসে দু টাকা কিলো দরে চাল ও গম পাবেন। পরিবারের প্রতিটি সদস্য মাসে পাঁচ কেজি করে চাল ও গম পাবেন। পরিবার পিছু সর্বোচ্চ ৩৫ কেজি চাল-গম দেওয়া হবে।এই প্রকল্পের জন্য রাজ্যের খরচ হবে চার হাজার ২৮২ কোটি টাকা।

.