শুধুমাত্র দাদু, ঠাকুমাদের জন্য গান, কবিতা লেখার উদ্যোগ নিল কেন্দ্রীয় বিদ্যালয়

Updated By: Dec 15, 2014, 11:19 PM IST
শুধুমাত্র দাদু, ঠাকুমাদের জন্য গান, কবিতা লেখার উদ্যোগ নিল কেন্দ্রীয় বিদ্যালয়

ওঁদের বয়স হয়েছে। ব্যস্ত সময়ে তাঁদের কথা খুব একটা মনে পড়ে না হয়তো। কিন্তু তাঁরাও আমাদের প্রতিদিনের জীবনে ওতপ্রোত ভাবে জড়িয়ে। নতুন প্রজন্মকে এই পাঠ দিতে  অভিনব উদ্যোগ নিল কেন্দ্রীয় বিদ্যালয়। শুধুমাত্র দাদু-ঠাকুমাদের জন্যই তৈরি হল গান। লেখা হল কবিতা।

ছোট ফ্ল্যাটের নিউক্লিয়ার ফ্যামিলিতে বয়স্ক মানুষগুলি যেন বাড়তি। জেটযুগের সঙ্গে তাল মেলাতে অক্ষম হলেই তাঁদের বেশিরভাগেরই জায়গা হচ্ছে বৃদ্ধাবাসে। তাই ছোট ছোট হাতগুলো যারা নানা বায়নায় দাদু ঠাকুমাদের হাত ধরে টানাটানি করতো তারাও আজ বড় একলা। দাদু ঠাকুমারা বোঝা নন, তাঁরা আমাদের বড় আদরের, এটা বোঝাতেই এবার এগিয়ে এলো কেন্দ্রীয় বিদ্যালয়ের কমান্ড হসপিটাল শাখা। স্কুলের প্রতিষ্ঠা দিবসকেই গ্র্যান্ড পেরেন্টস ডে হিসেবে পালন করল স্কুল কর্তৃপক্ষ। দাদু ঠাকুমাদের জন্য লেখা হলো কবিতা। বাঁধা হলো গান।

গান হলো, কবিতা লেখা হল। আর  খাওয়া দাওয়ার দিকে ছিল বিশেষ লক্ষ। বয়সের কারণে অনেকেরই দাঁত পড়ে গেছে। কারোর হয়তো দাঁত নেই। তাই কোনও শক্ত খাবার নয়, দাদু ঠাকুমাদের খিচুড়ি পরিবেশন করল নাতি নাতনিরাই।

বুড়ো বয়সে এইটুকুই ওঁরা চান। তাহলেই কাঁপা কণ্ঠে পরম স্নেহে  আজও বেরিয়ে আসবে ঠাকুরমার ঝুলি।

 

.