মদনের হয়ে সিব্বলের সওয়াল শুনতে ভিড় উপচে পড়ল হাইকোর্টে, ভাঙল দরজার কাঁচ

মদন মিত্রের মামলা শুনতে হাইকোর্টে চরম বিশৃঙ্খলা। মদন মিত্রের হয়ে কপিল সিব্বলের সওয়াল শুনতে ভিড় উপচে পড়ে হাইকোর্টে। ভাঙে দরজার কাঁচ। বিশৃঙ্খলার জেরে এজলাস ছেড়ে উঠে যান বিচারপতিরা। পরে ফের শুরু হয় শুনানি। অন্যদিকে অন্য একটি মামলায় আজ হাইকোর্টে এসেছেন পি চিদম্বরম।

Updated By: Aug 6, 2015, 11:23 AM IST
মদনের হয়ে সিব্বলের সওয়াল শুনতে ভিড় উপচে পড়ল হাইকোর্টে, ভাঙল দরজার কাঁচ

ওয়েব ডেস্ক: মদন মিত্রের মামলা শুনতে হাইকোর্টে চরম বিশৃঙ্খলা। মদন মিত্রের হয়ে কপিল সিব্বলের সওয়াল শুনতে ভিড় উপচে পড়ে হাইকোর্টে। ভাঙে দরজার কাঁচ। বিশৃঙ্খলার জেরে এজলাস ছেড়ে উঠে যান বিচারপতিরা। পরে ফের শুরু হয় শুনানি। অন্যদিকে অন্য একটি মামলায় আজ হাইকোর্টে এসেছেন পি চিদম্বরম।

মদন মিত্রের জামিন মামলার সওয়াল করছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা হাইপ্রোফাইল আইজীবী কপিল সিব্বল। আজ কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি চলছে। এর আগে সারদা মামলায় তৃণমূলের হয়ে সুপ্রিমকোর্টে সওয়াল করেছিলেন তিনি। যদিও তাঁর এই সিদ্ধান্তে অস্বস্তিতে কংগ্রেস শিবির।

.