নবান্নে চন্দ্রশেখর, শুরু মমতার সঙ্গে একান্ত বৈঠক

নবান্ন সূত্রে খবর, সোমবারের এই বৈঠকে কেবল উপস্থিত থাকবেন মমতা এবং চন্দ্রশেখর রাও। রাজনৈতিক বৈঠক হওয়ায়, কোনও আমলার প্রবেশাধিকার নেই এদিনের এই বৈঠকে।

Updated By: Mar 19, 2018, 03:51 PM IST
নবান্নে চন্দ্রশেখর, শুরু মমতার সঙ্গে একান্ত বৈঠক

নিজস্ব প্রতিবেদন: নবান্নে পৌঁছলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির শীর্ষ নেতা কে চন্দ্রশেখর রাও। নবান্নের দুয়ারে এসে চন্দ্রশেখর রাও-কে অভিনন্দন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কে চন্দ্রশেখর রাও-এর সঙ্গে এদিন নবান্নে এসেছেন প্রাক্তন কংগ্রেস নেতা কে কেশব রাও।

নবান্ন সূত্রে খবর, সোমবারের এই বৈঠকে কেবল উপস্থিত থাকবেন মমতা এবং চন্দ্রশেখর রাও। রাজনৈতিক বৈঠক হওয়ায়, কোনও আমলার প্রবেশাধিকার নেই এদিনের এই বৈঠকে।

প্রসঙ্গত, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে অ-বিজেপি এবং অ-কংগ্রেসি তৃতীয় বিকল্পের কৌশল রচনার জন্যই এদিনের এই বৈঠক। মোদী সরকারের অশ্বমেধের ঘোড়াকে থামাতে আঞ্চলিক দলগুলির সংঘবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছেন মমতা ও চন্দ্রশেখর উভয়েই। উল্লেখ্য, বিজেপির উত্থান ঠেকাতে ৪ মার্চ আঞ্চলিক দলগুলিকে নিয়ে জোট গড়ার ডাক দেন কে চন্দ্রশেখর রাও। তাঁর এই উদ্যোগে যে বাংলার মুখ্যমন্ত্রীও উত্সাহী সেকথা ৪ মার্চই টুইট করে জানিয়েছিলেন কে চন্দ্রশেখর রাও।

১৬ মার্চ নন্দ্রবাবু নাইডুর টিআরএস, এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত প্রকাশ করার পর অভিনন্দন জানিয়েছিলেন মমতা।

.