Justice Abhijit Ganguly: মুখ্যমন্ত্রীর দরাজ প্রশংসা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, কী বললেন বিচারপতি?

'আমি কোনও অতিরিক্ত মন্তব্য করব না। কারণ কথার মানে অন্যরকম হয়ে যাচ্ছে... আমি কেন খারাপ কথা বলব? মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন।' বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।

Updated By: Dec 8, 2022, 01:53 PM IST
Justice Abhijit Ganguly: মুখ্যমন্ত্রীর দরাজ প্রশংসা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, কী বললেন বিচারপতি?

অর্ণবাংশু নিয়োগী: মুখ্যমন্ত্রীর প্রশংসায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বললেন, ভালো কাজ করছেন মুখ্যমন্ত্রী। সরকারি আইনজীবীকে উদ্দেশ করে একথা বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন মামলার শুনানির শেষে হালকা মেজাজে ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মজার ছলে হেসে হেসে ব্যাখ্য়া দেন তাঁর করা 'ধেঁড়ে ইঁদুর' মন্তব্যের। বলেন, 'সেদিন ধেঁড়ে ইঁদুর বলেছি সুব্রতদার সঙ্গে কথা প্রসঙ্গে। উনি বুঝেছিলেন কেন বলেছি। এই পরিবেশে সেটায় অন্য মাত্রা যোগ হয়েছে।'

এরপরই কুণাল ঘোষের কথার প্রসঙ্গ টেনে পর্ষদের আইনজীবীকে উদ্দেশ করে বলেন, 'কুণাল ঘোষের কথা আমি খুব এনজয় করি। রোজ কিছু না কিছু বলেন। তবে আমি কোনও অতিরিক্ত মন্তব্য করব না। কারণ কথার মানে অন্যরকম হয়ে যাচ্ছে। আমি তো বলেছি, ঢাকি বিসর্জন দিয়ে দেব। ওরা আমাকে বলতে বাধ্য করে।' আর শেষে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রশংসা করে তাঁর মন্তব্য, 'চন্দ্রিমাদিকে বলে দেবেন, আর কোনও মন্তব্য করব না। আমি কেন খারাপ কথা বলব? মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন।' ওদিকে কুণাল ঘোষ বলেন, 'বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আঘাত করার কোনও উদ্দেশ্য আমার ছিল না। ওনার কিছু মন্তব্য কানে আসে। তার প্রতিবাদ করছি। যিনি মাথা জানেন, ঢাকি জানেন, তাঁকে সাক্ষী করা হোক। সিবিআইয়ের উচিত তাঁকে ১৬৪ করা। মুখ্যমন্ত্রী ও সরকার ভালো কাজ করছেন, এটা সবাই জানে।'

 

আরও পড়ুন, অবসরকালীন প্রাপ্য আটকে ৩ বছর, বিচারপতি নির্দেশ দিতেই শিক্ষিকার অ্যাকাউন্টে ঢুকল টাকা!

প্রসঙ্গত, এসএসসি-তে ভুয়ো সুপারিশ প্রাপ্তের তালিকার বিষয়ে বলতে গিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় মন্তব্য করেছিলেন, 'ধেড়ে ইঁদুর বেরোবে'। যার জবাবে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, 'বিচারব্যবস্থা নিয়ে কিছু বলব না। কিন্তু কেউ কেউ কোনও কোনও কোনও জায়গায় বসে নিজেকে ব্যতিক্রমী করে তোলার চেষ্টা করেন। এটা দেখে আমরা অবাক হই।' ২৪ ঘণ্টার মধ্যে ভুয়ো সুপারিশ প্রাপ্ত ১৮৩ জনের তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। 

সেখানেই থেমে থাকেননি তিনি।  ওইসব ভুয়ো শিক্ষকের কতজন, কেন স্কুলে কর্মরত রয়েছে, তাঁদের নামও জেলা স্কুল পরির্দশকদের জানানোর জন্য কমিশনকে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। গাজিয়াবাদ ও কমিশনের দফতর থেকে বাজেয়াপ্ত হওয়া হার্ড ডিস্কে যে ওএমআর শিট পাওয়া গিয়েছে, তা খতিয়ে দেখার কথা বলেন সিবিআইকে। তারপরই স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশে বিচারপতি বলেন, 'ভয় পাবেন না। অনেক ধেড়ে ইঁদুর বেরবে।' 

আরও পড়ুন, Justice Abhijit Ganguly: বিচারপতির বাক্যবাণ! অভিজিৎ গাঙ্গুলির সাড়া জাগানো ৬ মন্তব্য

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.