Primary TET: 'আস্তে আস্তে পরিবর্তন হবে', পর্ষদের নয়া কমিটির প্রশংসা বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের
'নম্বর বিভাজন-সহ তালিকা পেশ করা হয়নি', প্রাথমিকে মেধাতালিকা ফেরাল হাইকোর্ট। ৪ ব্যাগ ভর্তি নথি আদালতে পাঠিয়েছিল পর্ষদ।
অর্ণবাংশু নিয়োগী: 'নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, অভীক মজুমদারের মতো মানুষ আছেন। বর্তমান চেয়ারম্যানও ভালো মানুষ'। প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া কমিটির প্রশংসা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বললেন, 'আশা রাখছি, আস্তে আস্তে পরিবর্তন হবে'। এদিকে প্রাথমিকে মেধাতালিকা ফিরিয়ে দিল হাইকোর্ট। ৪ ব্যাগ ভর্তি নথি আদালতে পাঠিয়েছিল পর্ষদ।
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে তোলপাড় চলছে রাজ্যে। ২০১৭ সালের টেটের দ্বিতীয় মেধাতালিকা বেআইনি বলে ঘোষণা করেছে হাইকোর্ট। সিবিআইয়ের তদন্তে সন্তুষ্ট নয় আদালত। স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠনের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তদন্ত করছে ইডিও। শিক্ষক নিয়োগে দুর্নীতির শিকড়ে পৌঁছে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার আধিকারিকরা। কীভাবে? পর্ষদের তরফে জেলা চেয়ারম্যানদের কাছে চিঠি পাঠানো হয়েছে যে, ২০১১ সালের পর থেকে এখনও রাজ্যের প্রাথমিক শিক্ষক পদে কতজন চাকরি পেয়েছে, সেই সংক্রান্ত তথ্য জানতে চেয়েছে ইডি। নির্দিষ্ট ফম্যার্টে ৪৮ ঘণ্টার মধ্য়ে নিয়োগ সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য পাঠিয়ে দিতে হবে প্রাথমিক বোর্ডে।
মানিক ভট্টাচার্যের অপসারণের পর, প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পদে দায়িত্ব নিয়েছেন গৌতম পাল। পর্ষদের কাজকর্ম পরিচালনার জন্য ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটিও গঠন করেছে রাজ্য। কমিটি রয়েছেন সাহিত্যিক নৃসিংহপ্রসাদ ভাদুড়ি-সহ বেশ কয়েকজন শিক্ষাবিদ ও অধ্য়াপক। আগামী ৯ সেপ্টেম্বর প্রথম বৈঠকে বসছেন কমিটির সদস্যরা। এদিন টেট মামলার শুনানিতে পর্ষদের এই নতুন কমিটিরই প্রশংসা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, 'আমিও পর্ষদের হয়ে কাজ করেছি। যে বাড়ির আনাচ-কানাচ চিনি, সেই বাড়িতে সিআরপিএফ ঢোকাতে হয়েছে। আমার খারাপ লেগেছে। আগে স্বচ্ছতা ছিল, দুর্নীতি ছিল না'। এমনকী, সম্মিলিত মেধাতালিকা প্রকাশ করা পর্ষদের মাস্টারস্ট্রোক ছিল বলেও মন্তব্য করেন বিচারপতি।
এদিকে যেদিন পর্ষদের নয়া কমিটি প্রশংসা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেদিন ২০১৬ ও ২০২০ সালের প্রাথমিকের মেধাতালিকা ফেরাল হাইকোর্টে। কেন? বিচারপতির মন্তব্য়, 'নম্বর বিভাজন-সহ তালিকা পেশ করা হয়নি'। মামলার পরবর্তী শুনানি ২১ সেপ্টেম্বর. প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। মামলার শুনানি শেষ। আগামিকাল, শুক্রবার রায় ঘোষণা করবে হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। কখন? সকাল সাড়ে দশটায়।