পুজোর ছুটির পরেও অচলাবস্থা অব্যাহত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

পুজোর ছুটির পরেও অচলাবস্থা অব্যাহত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আজ ছুটির পর প্রথম দিন বিশ্ববিদ্যালয়ে এসেছেন অধ্যাপক, ছাত্রছাত্রীরা সকলেই। কিন্তু ক্লাস বয়কটের দাবিতে অনড় ছাত্রছাত্রীরা। ফলে অধ্যাপকরা এলেও কোনও বিভাগে ক্লাস হচ্ছে না। আন্দোলন ভবিষ্যতে কোন পথে চলবে তা ঠিক করতে দফায় দফায় আলোচনা করছেন ছাত্রছাত্রীরা। আজ বিশ্ববিদ্যালয়ে আসেননি উপাচার্য অভিজিত্‍ চক্রবর্তী।

Updated By: Oct 13, 2014, 02:09 PM IST
পুজোর ছুটির পরেও অচলাবস্থা অব্যাহত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে
(ফাইল চিত্র)

ওয়েব ডেস্ক: পুজোর ছুটির পরেও অচলাবস্থা অব্যাহত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আজ ছুটির পর প্রথম দিন বিশ্ববিদ্যালয়ে এসেছেন অধ্যাপক, ছাত্রছাত্রীরা সকলেই। কিন্তু ক্লাস বয়কটের দাবিতে অনড় ছাত্রছাত্রীরা। ফলে অধ্যাপকরা এলেও কোনও বিভাগে ক্লাস হচ্ছে না। আন্দোলন ভবিষ্যতে কোন পথে চলবে তা ঠিক করতে দফায় দফায় আলোচনা করছেন ছাত্রছাত্রীরা। আজ বিশ্ববিদ্যালয়ে আসেননি উপাচার্য অভিজিত্‍ চক্রবর্তী।

অন্যদিকে, অধ্যাপকদের মেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে পাঠানো সার্কুলার ঘিরে তৈরি হয়েছে অসন্তোষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জুটা জানিয়েছে,সার্কুলারে অধ্যাপকদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

কোন অধ্যাপক ক্লাস করছেন ও কোন অধ্যাপক ক্লাস করছেন না তারও বিস্তারিত বিবরণ দিতে বলা হয়েছে সার্কুলারে। জুটার অভিযোগ, সার্কুলারের নামে কার্যত তাঁদের হুঁশিয়ারি দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

.