আজও চলছে যাদবপুরের প্রতিবাদ, কর্তৃপক্ষের নির্দেশে ছাত্রছাত্রীদের লেখা পোস্টার খুলে নেওয়ার অভিযোগ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার জের আজও অব্যাহত। নতুন বিতর্ক ছড়িয়েছে ছাত্রছাত্রীদের লেখা পোস্টার খুলে ফেলা নিয়ে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ে পৌছনর পর দেখা যায় বিভিন্ন দেওয়াল থেকে পোস্টারগুলি খুলে-ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। ক্যামেরার সামনে পড়তেই অবশ্য বন্ধ হয়ে যায় এ কাজ। কর্তৃপক্ষের নির্দেশেই সেগুলি খুলে ফেলা হচ্ছিল বলে অভিযোগ।
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার জের আজও অব্যাহত। নতুন বিতর্ক ছড়িয়েছে ছাত্রছাত্রীদের লেখা পোস্টার খুলে ফেলা নিয়ে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ে পৌছনর পর দেখা যায় বিভিন্ন দেওয়াল থেকে পোস্টারগুলি খুলে-ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। ক্যামেরার সামনে পড়তেই অবশ্য বন্ধ হয়ে যায় এ কাজ। কর্তৃপক্ষের নির্দেশেই সেগুলি খুলে ফেলা হচ্ছিল বলে অভিযোগ।
যাদবপুরকাণ্ডের জেরে পুলিসের বিরুদ্ধে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উপচে পড়েছে ফেসবুক, টুইটারেও। গতকালের পর আজও বিশ্ববিদ্যালয় চত্বরে মিছিল করার কথা একাধিক সংগঠন এবং রাজনৈতিক দলের তরফে। অরবিন্দ ভবনের সামনে ছাত্রছাত্রীদের জমায়েত হওয়ার কথা। অনির্দিষ্টকালের জন্য ক্লাস বয়কট করছেন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ছাত্রছাত্রীরাই। তাঁদের দাবি, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে উপাচার্য, রেজিস্ট্রারকে। পদত্যাগের দাবিও উঠছে নানা মহল থেকে।