যাদবপুরের প্রবেশিকা প্রত্যাহার নিয়ে এবার বিক্ষোভে অধ্যাপকরা

বৃহস্পতিবার রাতেই ছাত্রদের তরফে চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে শুক্রবার দুপুর তিনটের মধ্যে সিদ্ধান্ত না বদলালে আরও বড়সড় আন্দোলন শুরু হবে।

Updated By: Jul 6, 2018, 02:32 PM IST
যাদবপুরের প্রবেশিকা প্রত্যাহার নিয়ে এবার বিক্ষোভে অধ্যাপকরা

নিজস্ব প্রতিবেদন:  প্রবেশিকা পরীক্ষা বন্ধ হওয়া ঘিরে ছাত্র-অধ্যাপকদের আন্দোলন অব্যাহত। বৃহস্পতিবার রাতে উপাচার্য-সহ উপাচার্যরা বেরিয়ে গেলেও এখনও অবস্থান করছে ছাত্ররা। একইসঙ্গে শুক্রবার ক্লাস বয়কটের ডাক দিয়েছে তারা।

অন্যদিকে, এদিনই কর্মবিরতির ডাক দিয়েছে অধ্যাপকদের সংগঠন জুটা। দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত অবস্থান-বিক্ষোভে বসেন তাঁরা। বৃহস্পতিবার রাতেই ছাত্রদের তরফে চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে শুক্রবার দুপুর তিনটের মধ্যে সিদ্ধান্ত না বদলালে আরও বড়সড় আন্দোলন শুরু হবে।

আরও পড়ুন: যাদবপুরের বিক্ষোভে বিরক্ত উপাচার্য চিঠি দিচ্ছেন রাজ্যপালকে

বিকেল চারটেয় বৈঠকে বসার কথা রয়েছে ছাত্রদের। সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেবে তারা। বেলা বারোটা নাগাদ শিক্ষামন্ত্রীর বাড়িতে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস।

 

.