JP Nadda In Bengal: রাজ্যকে একশো দিনের টাকা কেন দিচ্ছে না কেন্দ্র, জবাব দিলেন নাড্ডা
একশো দিনের টাকা ১৫ দিনের মধ্যে মিটিয়ে দেওয়ার নিয়ম। কিন্তু সেই টাকা কেন্দ্র দিচ্ছে না বলে বারেবারেই সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন: গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন জেলায় তাঁর কর্মীসূচিতে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলছেন একশো দিনের টাকা গত ৫ মাস দিচ্ছে না কেন্দ্র। গরিবদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
বুধবার দলের এক সভায় নাড্ডা এনিয়ে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ন্যাশনাল লাইব্রেরিতে দলের এক সভায় নাড্ডা বলেন, যখন থেকে কলকাতায় এসেছি তখন থেকেই সংবাদিকরা প্রশ্ন করছেন, 'একশো দিনের টাকা রাজ্য সরকারকে কেন দিচ্ছে না কেন্দ্র? এসব প্রশ্ন জবাব আমি সহসা দিই না। আরে! জিত্ ভি তুমহারা, ঔর পটভি তুমহারা? হেডও তোমার, টেলও তোমার? এ কেমন রাজনীতি? গত ৩ বছর একশো দিনের টাকার হিসেবেই দেয়নি বাংলা। তদন্ত করে দেখা গিয়েছে ৩২৭ লাখ টাকার পেমেন্ট হয়নি। এবার বলুন একশো দিনে টাকা দেওয়া যায়? এভাবেই রাজ্যে চলছে? এ কীকরম শাসন?'
প্রসঙ্গত, একশো দিনের টাকা ১৫ দিনের মধ্যে মিটিয়ে দেওয়ার নিয়ম। কিন্তু সেই টাকা কেন্দ্র দিচ্ছে না বলে বারেবারেই সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী। এমনকি পুরুলিয়ার এক সভায় মুখ্যমন্ত্রী বলেন, এবার কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে ব্লকে ব্লকে প্রতিবাদে সরব হোন। বিজেপি নেতারা এলাকায় এলেই বলুন, আগে একশো দিনের টাকা দাও। তারপরে এলাকায় ঢুকবে।
এদিকে বুধবার দলের সভায় জে পি নাড্ডা আরও বলেন, 'গত দশ বছর ধরে এক নেতা আয়কর দিচ্ছেন না। তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ভুলে গিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্য়ায়ও কি গত ৩ বছর হিসেব দিতে ভুলে গিয়েছিলেন নাকি? টাকা দেওয়া হচ্ছে না বলে উনি চিত্কার করছেন। টাকা আসবে কোথা থেকে? বিনা হিসেবে টাকা দেওয়া কি ঠিক? আপনারা কি চান সরকার এরকম বেআইনি কাজ করুক? আর যে এরকম বেআইনি কাজ যে করে তাকে কি ক্ষমতায় রাখা উচিত? একদমই উচিত নয়। এই কথাটাই মানুষকে গিয়ে বলুন।'
আরও পড়ুন-চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ থেকে ছিটকে গেলেন কেএল রাহুল